/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/spiderman-thief.jpg)
বিহারের বেগুসরাইয়ের এই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।
এই দৃশ্য যে কোন থ্রিলার মুভিকেও হার মানাবে। ঠিক যেন স্পাইডারম্যান, দুরন্ত ভঙ্গিতে এক মুহুর্তে চোখের পলক ফেলতে না ফেলতেই হাতে থাকা ফোন গায়েব। এক ঝলক দেখতে মনে হতেই হতেই পারে ধুম ৩ এর কোন চুরির দৃশ্য। কিন্তু তা, চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের হাড়হিম করা ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুই যুবক কানে হেডফোন লাগিয়ে চলন্ত ট্রেনের দরজায় বসে। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ট্রেন। হটাত করে ব্রিজের রেলিং ধরে ঝুলে হাতে থাকা ফোন মুহুর্তেই ছিনতাই করে নিল এক যুবক। এই ঘটনায় রীতিমত তাজ্জব হয়ে যান ট্রেনে বসে থাকা দুই যুবক। বিহারের বেগুসরাইয়ের এই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।
पलक झपकते हुई लूट का Live वीडियो.
इस वीडियो को पहली बार देखकर आप समझ ही नहीं पाएँगे कि क्या हुआ, इसलिए वीडियो को स्लो मोशन में भी किया है ताकि आप चलती ट्रेन में अक्सर होने वाली वारदात देख सकें और सतर्क हो जाएँ. बिहार के बेगूसराय की घटना. pic.twitter.com/1K2H0DTj1Y— Utkarsh Singh (@UtkarshSingh_) June 8, 2022
আরও পড়ুন: মাকড়সা ভেবে ভুল করবেন না, আবার দেখুন এই অবাক করা আবিষ্কার!
এই ভিডিও ভাইরাল হতেই লোকেরা এমন দুঃসাহসিক চুরির কায়দা দেখে অবাক হয়েছেন। পাশাপাশি চোরকে স্পাইডারম্যান তকমা দিতেও ছাড়েনি। আপনি যদি এভাবেই ট্রেনে ভ্রমণ করেন এবার থেকে সাবধান। যে কোন মুহুর্তেই গায়েব হয়ে যেতে পারে আপনার শখের ফোন।