স্পাইডারম্যানের কায়দায় চুরি! মুহুর্তেই হাত থেকে খোয়া গেল দামি ফোন, দেখুন ভিডিও

বিহারের বেগুসরাইয়ের এই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

বিহারের বেগুসরাইয়ের এই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
man snatches phone, theif snatches phone, moving train theif snatches phone

বিহারের বেগুসরাইয়ের এই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

এই দৃশ্য যে কোন থ্রিলার মুভিকেও হার মানাবে। ঠিক যেন স্পাইডারম্যান, দুরন্ত ভঙ্গিতে এক মুহুর্তে চোখের পলক ফেলতে না ফেলতেই হাতে থাকা ফোন গায়েব।  এক ঝলক দেখতে মনে হতেই হতেই পারে ধুম ৩ এর কোন চুরির দৃশ্য। কিন্তু তা, চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের হাড়হিম করা ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুই যুবক কানে হেডফোন লাগিয়ে চলন্ত ট্রেনের দরজায় বসে। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ট্রেন। হটাত করে ব্রিজের রেলিং ধরে ঝুলে হাতে থাকা ফোন মুহুর্তেই ছিনতাই করে নিল এক যুবক। এই ঘটনায় রীতিমত তাজ্জব হয়ে যান ট্রেনে বসে থাকা দুই যুবক। বিহারের বেগুসরাইয়ের এই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

Advertisment

আরও পড়ুন: মাকড়সা ভেবে ভুল করবেন না, আবার দেখুন এই অবাক করা আবিষ্কার!

এই ভিডিও ভাইরাল হতেই লোকেরা এমন দুঃসাহসিক চুরির কায়দা দেখে অবাক হয়েছেন। পাশাপাশি চোরকে স্পাইডারম্যান তকমা দিতেও ছাড়েনি। আপনি যদি এভাবেই ট্রেনে ভ্রমণ করেন এবার থেকে সাবধান। যে কোন মুহুর্তেই গায়েব হয়ে যেতে পারে আপনার শখের ফোন।  

Viral Video Mobile theif