নরেন্দ্র মোদীকে ভগবান রামের অবতার। এ কথা অন্য কেউ নয়, বললেন এক সন্ত। অখিল ভারতীয় সন্ত সমিতির দুদিন ব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে এ হেন ‘প্রশংসায়’ ভরিয়ে দিয়েছেন এক বক্তা। আর সভা থেকে দাবি উঠেছে রামমন্দির বানানোর সমস্ত পথ সাফ করতে হবে সরকারকে। উল্লেখ্য, কদিন আগেই আরএসএস দাবি তুলেছিল অযোধ্যায় রাম মন্দির বানানো জন্য জমি অধিগ্রহণ করুক সরকার।
স্বামী চিন্ময়ানন্দ, যিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি বলেছেন, ‘‘বিরোধী দলগুলির সঙ্গে আলোচনার সম্ভাবনা শেষ হয়ে গেছে।’’
আরও পড়ুন, শবরীমালা মন্দির খোলার আগে ফের ১৪৪ ধারা জারি
সবার বক্তাদের অধিকাংশই মন্দির বানানোর জন্য আইন তৈরির পক্ষে কথা বলেন। তবে প্রাক্তন বিজেপি সাংসদ তথা রাম জন্মভূমি ন্যাসের সদস্য রামবিলাস বেদান্তী অন্য সুর গেয়েছেন। তিনি বলেন, অর্ডিন্যান্স বা আইন পাশ নয়, কেবলমাত্র ’পারস্পরিক সহমতের’ ভিত্তিতেই রাম মন্দির বানানো উচিত, নচেৎ ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ ঠেকানো যাবে না।
কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে বেদান্তী বলেন, ‘‘আমি অযোধ্যার রামলালর কাছে প্রার্থনা করছি সবার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভবুদ্ধির উদয় হোক যাতে ডিসেম্বর মাসেই রামলালার মহতী মন্দির নির্মাণের কাজ শুরু হতে পারে।’’
রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্ট ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত শুনানি স্থগিত রাখার ঘটনাকে উদ্ধৃত করে বেদান্তী বলেন, ‘‘কংগ্রেস গত ৭০ বছরের বেশি সময় ধরে রাম জন্মভূমির বিষয়টি ঝুলিয়ে রেখেছ, কিন্তু ‘‘আর কেউ এরকমটা করতে পারবে না।’’
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ তো বটেই, বিজেপি সরকারে সমস্ত মন্ত্রী, সব সাংসদ ও বিধায়করা রাম মন্দিরের নির্মাণ চান। তিনি বলেন, আইন পাশ করে নয়, ঐকমত্যের ভিত্তিতেই রাম মন্দির নির্মিত হওয়া উচিত। ‘‘মন্দির বানানোর আইন হবে, বিল আসবে, বিল পাশ হবে... কিন্তু তারপর দেশে সাপরদায়িক দাঙ্গা কেউ ঠেকাতে পারবে না। আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই।’’
বিশব হিন্দু পরিষদের এই নেতা আরও বলেন, বিল আনলে বিজেপি তা লোকসভায় পাশ করাতে পারলেও রাজ্যসভায় সে বিল পাশ করাতে ব্যর্থ হবে।
হরিয়ানার জৈন মুনি গুপ্তিসাগর তাঁর ভাষণে বলেন, ‘‘যে রামের নয়, সে আমার কোনও কাজের নয়।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘সংসদে ৫৬ ইঞ্চির প্রমাণ দিন মোদীজি।’’
গুপ্তিসাগর বলেছেন, বিচারবিভাগ মন্দির নির্মাণ করতে দেবে না, কারণ গত ৭০ বছর ধরে সেখানে মন্দিরবিরোধীরা বসে রয়েছে।
উত্তরাখণ্ডের স্বামী প্রয়াগানন্দ বলেন, গুজরাতের সোমনাথ মন্দিরের ধারায় অযোধ্যার রামমন্দির নির্মিত হোক।
স্বামী বিবেকানন্দজি মহারাজ বলেন, যখন রামভক্ত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত এবং আরেক রামভক্ত যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এর চেয়ে আদর্শ পরিস্থিতি আর কিছু হতে পারে না। তিনি বলেন, ‘‘আমি মনে করি ভক্তির দিক থেকে দেখলে মোদীজি ভগবান রামের অবতার। যদি তাঁর রাজত্বকালে রাম মন্দির নির্মাণ না হয়, তা খুবই আশ্চর্যের ব্যাপার হবে।’’