Advertisment

HMPV in India: HMPV-তে আক্রান্ত আরও এক শিশু, এই নিয়ে আক্রান্ত বেড়ে ৩, উৎকন্ঠায় মোদী রাজ্য

HMPV in India: ভারতে হুহু করে বাড়ছে এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কর্ণাটকের দুই শিশুর পর এবার তৃতীয় আক্রান্তের হদিশ। আহমেদাবাদে ভয়ঙ্কর HMPV ভাইরাসে আক্রান্ত ২ মাসের শিশু। বাড়ছে উদ্বেগ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Indian Health Ministry Update HMPV Virus

দাবানলের মত ছড়াচ্ছে HMPV ভাইরাস। Photograph: (ফাইল ছবি)

HMPV in India: ভারতে হুহু করে বাড়ছে  এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কর্ণাটকের দুই শিশুর পর এবার তৃতীয় আক্রান্তের হদিশ। আহমেদাবাদে ভয়ঙ্কর HMPV ভাইরাসে আক্রান্ত ২ মাসের শিশু। বাড়ছে উদ্বেগ।  

Advertisment

চিনে ছড়িয়ে পড়া HMPV ভাইরাস ভারতেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। দেশে এখন পর্যন্ত তিনজন শিশু এই ভাইরাসে সংক্রামিত হয়েছে বলেই খবর। সকালেই খবর আসে কর্ণাটকের আটমাসে ও তিন মাসের দুই শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবার তৃতীয় ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদের। সেখানে HMPV ভাইরাস থাবা বসিয়েছে ২ মাসের এক শিশুর শরীরে। 

গুজরাট সরকারের স্বাস্থ্য বিভাগ HMPV ভাইরাস নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে। একের পর এক আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই বাড়ছে উদ্বেগ।  জানা গিয়েছে  শিশুটিকে আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির শরীরে সর্দি ও জ্বরের লক্ষণ রয়েছে। এক্ষেত্রেও শিশুটির কোন ভ্রমণ সংক্রান্ত  ইতিহাস নেই বলেই দাবি করেছেন চিকিৎসকরা। 

Advertisment

হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) এর লক্ষণ

 কাশি, জ্বর, সর্দি বা  নাক, গলা ব্যাথা , শ্বাসকষ্ট ।

 কিছু ক্ষেত্রে, ব্যক্তির শরীরে লাল ফুসকুড়ির মত র‍্যাশও দেখা দিতে পারে।

কিভাবে এই ফ্লু ছড়ায়?

শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা সহজের এই ভাইরাসের দ্বারা সংক্রামিত হতে পারেন। HMPV-তে আক্রান্ত হলে সাধারণত উপসর্গ ভিত্তিক চিকিৎসা করা হয়। এই ভাইরাসকে ঠেকানোর কোন ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। সাধারণত ২-৫দিনের দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায় সংক্রমণ।

HMPV virus in India
Advertisment