/indian-express-bangla/media/media_files/2025/01/06/Bq65yDsd9mZk7dsRXy3l.jpg)
অবশেষে ভারতে ঢুকেই পড়ল ভয়ঙ্কর HMPV ভাইরাস ! Photograph: (ফাইল চিত্র)
HMPV in Maharashtra: মহারাষ্ট্রেও এবার থাবা বসালো এইচএমপিভি ভাইরাস। মুম্বইতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক ৬ মাসের শিশুকন্যা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রচণ্ড কাশি, বুকে সর্দি এবং অক্সিজেনের মাত্রা ৮৪-তে নেমে যাওয়ায় মেয়েটিকে ১ লা জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটিকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু হয়। এরপর তার রক্তের নমূণা পরীক্ষা করা হয়। যাতে মেলে এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি।
চিকিত্সকরা জানিয়েছেন চএইচএমপিভি কয়েক দশক ধরেি পৃথিবীতে রয়েছে এবং এটি মূলত শিশু এবং বয়স্কদের সংক্রামিত করে। তবে এটি কোভিডের মতো মহামারী সৃষ্টির সম্ভবনা কম। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি), মহারাষ্ট্রের নাগপুরে দুই শিশুর শরীরে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) উপসর্গ দেখা যায়। জানা গিয়েছে দুজনের বর্তমানে সুস্থ আছে। স্বাস্থ্য আধিকারিক বলেছেন শিশুদের চিকিত্সার পরে বাড়িতে পাঠানো হয়েছে।
গুজরাট, কর্ণাটক এবং তামিলনাড়ুর পর হিউম্যান মেটাপনিউমোভাইরাসে আক্রান্ত মুম্বইয়ের ৬ মাসের শিশু। মেয়েটিকে চিকিৎসার জন্য মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনার পর এইচএমপিভি ভাইরাস নিয়ে উদ্বেগ বেড়েছে। চিনে হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসে আক্রান্ত রোগীরা সাধারণত সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং বিভিন্ন শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো সমস্যায় ভোগেন।
এইচএমপিভি সংক্রমণের লক্ষণ
জ্বর
কাশি
নাক বন্ধ
ক্লান্তি
গলা ব্যথা
শ্বাসকষ্ট
অক্সিজেনের মাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়া
গুরুতর ফুসফুসের সংক্রমণ (যেমন, নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস)
অবিরামকাশি
কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি?
শিশু
বয়স্ক ব্যক্তিরা
হাঁপানি বা সিওপিডির মতো অসুখে যারা দীর্ঘদিন ভুগছেন।
সতর্কতা
নিয়মিত হাত ধোয়া
উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা।
জনবহুল স্থানে মাস্ক পরা