Advertisment

Jio's 5.5G arrives in India: 5G ভুলে যান! ভারতে লঞ্চ হল 5.5G, ঝড়ের গতিতে পান ইন্টারনেট! OnePlus-এর সঙ্গে হাত মেলাল Jio

Jio's 5.5G arrives in India: OnePlus দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio-এর সঙ্গে হাত মিলিয়েছে। গতকাল অর্থাৎ ৭ জানুয়ারি লঞ্চ হয়েছে OnePlus 13 সিরিজ। এই ইভেন্টের সময়, কোম্পানি এই ডিভাইসটিকে ভারতীয় বাজারে প্রথম 5.5G ডিভাইস বলে ইল্লেখ করেছে। এই সিরিজের মধ্যে রয়েছে OnePlus 13 এবং OnePlus 13R।

author-image
IE Bangla Tech Desk
New Update
Jio's 5.5G arrives in India

5G ভুলে যান! ভারতে লঞ্চ হল 5.5G Photograph: (ফাইল ছবি)

Jio's 5.5G arrives in India: 5G ভুলে যান! ভারতে লঞ্চ হল 5.5G সহ প্রথম ফোন, আগের থেকেও বহুগুণ গতিতে পান ইন্টারনেট! হাত মেলাল Jio

Advertisment

OnePlus দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio-এর সঙ্গে হাত মিলিয়েছে।  গতকাল অর্থাৎ ৭ জানুয়ারি লঞ্চ হয়েছে OnePlus 13 সিরিজ। এই ইভেন্টের সময়, কোম্পানি এই ডিভাইসটিকে ভারতীয় বাজারে প্রথম 5.5G ডিভাইস বলে ইল্লেখ করেছে। এই সিরিজের মধ্যে রয়েছে OnePlus 13 এবং OnePlus 13R।

ওয়ানপ্লাসের সিনিয়র গ্লোবাল পিআর ম্যানেজার জেমস প্যাটারসন ইভেন্ট চলাকালীন এই ঘোষণা করেছেন। তিনি ইভেন্ট চলাকালীন বলেছিলেন যে OnePlus 13 সিরিজ ভারতে প্রথম ডিভাইস যাতে রয়েছে 5.5G বৈশিষ্ট্য। এর জন্য তারা Jio-এর সঙ্গে হাত মিলিয়েছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। তিনি এও বলেছিলেন যে এটি ব্যবহারকারীদের ক্রিকেট স্কোরের চেয়ে দ্রুত আপডেট রাখবে। দাবি করা হচ্ছে এই নতুন প্রযুক্তির সাহায্যে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পাবেন ইউজাররা। যেটি এখনো অন্য স্মার্টফোনে নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে 5.5G প্রযুক্তি কী? আর এর সঙ্গে Jio-এর সম্পর্ক কী?

আমরা যদি প্রযুক্তিগত ভাষায় কথা বলি, তাহলে এই প্রযুক্তিতে তিনটি ভিন্ন নেটওয়ার্ক সেল ব্যবহার করা হবে, যেটিতে একসঙ্গে একাধিক টাওয়ারের সাথে সংযোগ করা যাবে, যা দ্রুত সংযোগ প্রদান করবে। আমরা যদি সহজ কথায় বলি তাহলে  5.5G প্রযুক্তি হল 5G-এর একটি আপগ্রেড ভার্সন।  এটি 5G পরিকাঠামোর উপর ভিত্তি করেই গড়ে ওঠে।  এই প্রযুক্তিতে, 10 Gbps পর্যন্ত ডাউনলোড স্পীড এবং 1 Gbps পর্যন্ত আপলোড স্পীড উপভোগ করতে পারবেন ইউজাররা। এছাড়াও, 5.5G-তে বিল্ট-ইন ইন্টেলিজেন্সের দুর্দান্ত সুবিধা থাকবে। অনেক দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। 5.5G কে 5G-অ্যাডভান্সডও বলা হয়। এই প্রযুক্তি উন্নত গতি, চমৎকার নেটওয়ার্ক এবং AI বেসড কানেকশন প্রদান করে। 5G অ্যাডভান্সডের বাণিজ্যিক রোলআউট করা হচ্ছে। 

Advertisment
oneplus jio
Advertisment