HMPV Outbreak In India: চিনের পরে, ভারতে হিউম্যান মেটাপনিউমোভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ। সোমবার, কর্ণাটক, গুজরাট তামিলনাড়ুর পাশাপাশি কলকাতাতেও HMPV-তে আক্রান্ত শিশুর সন্ধান মিলেছে। আজ মঙ্গলবার নাগপুরে আরও দুই শিশুর এই ভাইরাসে আক্রান্তের খবর সামনে এসেছে।
জ্বর ও সর্দি কাশিতে দুই শিশুই গত ৩ জানুয়ারি থেকে ভুগছিল বলে জানা গিয়েছে। এরপরই এলাকারই এক একটি বেসরকারি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর জানা গিয়েছে ২ জনই HMPV ভাইরাসে আক্রান্ত। দুজনের মধ্যে একজনের বয়স সাত। অপর জনের বয়স ১৪। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দুজনের শরীরেই মিলেছে এইচএমপিভি।
এদিকে নাগপুরে দুই শিশুর আক্রান্তের পর মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর জারি করেছে জরুরি নির্দেশিকা। কাশি, জ্বর বা গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণে (SARI) ভুগছেন এমন ব্যক্তিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের মানুষকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিকেল তিনটেয় ডাকা হয়েছে জরুরি বৈঠক। উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব।
এইচএমপিভি সংক্রমণ প্রথম ২০০১ সালে নেদারল্যান্ডে শনাক্ত করা হয়েছিল এবং এর আগে ভারতের কিছু অংশে বেশ কয়েকটি ক্ষেত্রে এই ভাইরাসের উপস্থিতি মেলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন, "চিন্তার কোন কারণ নেই। এইচএমপিভি কোন নতুন ভাইরাস নয়। ২০০১ সালে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল, এবং এই ভাইরাসের অস্তিত্ব বহু বছর ধরে সারা বিশ্বে ছড়িয়ে আছে,"।