Advertisment

HMPV Virus: ফের দেশে HMPV সংক্রমণ, ১০ মাসের শিশুর দেহে থাবা বসালো ভাইরাস, জানুন পরীক্ষার খরচ

HMPV Virus: ভারতে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) তে আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে। এবার অসমে ১০ মাসের এক শিশুর দেহে মিলেছে এই ভাইরাস। শিশুটি বর্তমানে ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
HMPV Virus

অসমে সংক্রমণের পর দেশে এখনো পর্যন্ত হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। Photograph: (ফাইল ছবি)

HMPV Virus:ভারতে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) তে আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে। এবার অসমে ১০ মাসের এক শিশুর দেহে মিলেছে এই ভাইরাস। শিশুটি বর্তমানে ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে শিশুটির অবস্থা স্থিতিশীল এবং চিন্তার কোন কারণ নেই। 

Advertisment

অসমে সংক্রমণের পর দেশে এখনো পর্যন্ত  হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে  ১৫। এর মধ্যে গুজরাটেই আক্রান্ত ৪ জন। শুক্রবার, রাজস্থান এবং গুজরাটে নতুন করে একজন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।  এর আগে, বৃহস্পতিবার ৩টি কেস রিপোর্ট করা হয়েছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সম্প্রতি জনগণকে আশ্বস্ত করে জানিয়েছেন  এইচএমপিভি কোনও নতুন ভাইরাস  নয় এবং এই ভাইরাসের কারণে কোনও বড় বিপদ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র মার্গারেট হ্যারিসও স্পষ্ট করে বলেছেন যে এই সময়ে শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধি স্বাভাবিক এবং চিন্তার কোনও কারণ নেই।

তবে দ্রুত ভাইরাসের সংক্রমণ দেশে বাড়তে থাকায় মানুষের মনে hMPV পরীক্ষার খরচ এবং উপলব্ধ চিকিৎসা নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারতে, HMPV-এর RT-PCR পরীক্ষার জন্য সাধারণ ভাবে খরচ পড়ে ৩,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত। কোভিড-১৯ পরীক্ষার তুলনায় এই ভাইরাস পরীক্ষার খরচ উল্লেখযোগ্যভাবে বেশি।

Advertisment

সাধারণ ভাবে সাধারণত ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যেই কোভিড ১৯ পরীক্ষা করা সম্ভব হত। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে ডঃ লাল প্যাথল্যাবস, টাটা ১এমজি ল্যাবস এবং ম্যাক্স হেলথকেয়ার ল্যাবসের মতো ল্যাবে এইচএমপিভি আরটি-পিসিআর পরীক্ষার খরচ ৩,০০০ থেকে ৮,০০০ টাকার মধ্যে।

হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) এর জন্য বর্তমানে কোন নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই। আক্রান্তদের বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে     গুরুতর অসুস্থ হলে আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। 

২০০১ সালে প্রথম শনাক্ত হওয়া HMPV হলো একটি RNA ভাইরাস যা শ্বাসনালীকে প্রভাবিত করে। বিশেষ করে শীত এবং বসন্তকালে এই ভাইরাস তান্ডব দেখায়। এই ভাইরাসটি মূলত  শিশু, বয়স্কদের সংক্রমিত করে।

HMPV virus in India
Advertisment