/indian-express-bangla/media/media_files/2025/01/06/BUExFlus7cuYWM958AVw.jpg)
ভারতে ঢুকে পড়ল চিনে দাপিয়ে বেড়ানো HMPV ভাইরাস। Photograph: (ফাইল চিত্র)
HMPV Virus Cases in India:উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলতি বছরের মহা কুম্ভ মেলার মাত্র এক সপ্তাহ বাকি। এর মাঝেই ভারতে লাফিয়ে বাড়ছে হিউম্যান মেটাপনিউমোভাইরাসে (HMPV) আক্রান্তের সংখ্যা। লখনউতে HMPV-তে আক্রান্ত এবার এক মহিলা। শ্বাসকষ্ট এবং জ্বরের মতো লক্ষণ নিয়ে গভীর রাতে এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলে এই ঘটনাটি সামনে আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই মহিলার শরীরে মিলেছে HMPV ভাইরাস।
এখন পর্যন্ত ভারতে মোট ১১ জন এই ভাইরাসে সংক্রামিত হয়েছিলেন। যার মধ্যে দুটি বেঙ্গালুরুতে, একটি গুজরাটে, দুটি চেন্নাইতে এবং তিনটি কলকাতায় রিপোর্ট করা হয়েছে। সোমবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নাগপুরে দুজন এবং মুম্বইয়ে একজনের দেহে এইচএমপিভি ভাইরাস পাওয়া গিয়েছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন যে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) কোনও নতুন ভাইরাস নয় এবং এটি ২০০১ সালে প্রথমবারের মতো শনাক্ত করা হয় এবং বহু বছর ধরে এই ভাইরাসটি সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে।
ভারত ছাড়া কোন কোন দেশে হিন্দিভাষী মানুষ রয়েছেন? জানলে ভারতীয় হিসাবে গর্ব হবে
কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট এবং পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে মহাকুম্ভ মেলায়। ফলে ভাইরাসটি হুহু করে ছড়িয়ে পড়তে পারে দেশে এমন আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার ওড়িশার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য জনসাধারণকে আবেদন করেছেন।
এইচএমপিভির প্রভাব সম্পর্কে ব্রিফিং করে নাড্ডা বলেন যে এটি বাতাসের মাধ্যমে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সকল বয়সের মানুষকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, শীতকাল এবং বসন্তের শুরুর দিকে এই ভাইরাসটি বেশি ছড়িয়ে পড়ে।
উত্তর প্রদেশের প্রয়াগরাজে ২০২৫ সালের মহাকুম্ভ মেলার মাত্র এক সপ্তাহ বাকি, ভারতে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। মহাকুম্ভ মেলায় প্রায় ৪৫ কোটি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।