সিএএ বিরোধীদের নাম-ঠিকানা উল্লেখ করে পোস্টার দেওয়া নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কিত মামলাটি উচ্চতর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টেও কার্যত ধাক্কা খেয়েছিল যোগী সরকার। ওই দিনের শুনানিতে বিচারপতি ললিতের পর্যবেক্ষণ ছিল, কোনও ব্যক্তিকে কাঠগড়ায় তুলে তাঁদের ছবি দিয়ে পোস্টার টাঙানোর অধিকার কি রয়েছে রাজ্য সরকারের! এ প্রসঙ্গে বিচারপতি বোস বলেন, 'আইন অনুযায়ী যে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারে রাজ্য, কিন্তু এটা কী ধরনের অধিকার?' এদিকে শুক্রবারই উত্তরপ্রদেশ সরকার সরকারী ও বেসরকারী সম্পত্তি ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার ২০২০ অধ্যাদেশটি পিছিয়ে দিয়েছে।
আরও পড়ুন: ‘সুপ্রিম’ ধাক্কা, ‘যোগী সরকারের সিএএ বিরোধীদের পোস্টার আইনত সমর্থনযোগ্য নয়’
উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল উত্তরপ্রদেশ। ২০ জনেরও বেশি মানুষ সেই হিংসায় নিহত হন। হিংসায় অভিযুক্ত ও সরকারি সম্পত্তি ভাঙচুরকারীদের থেকে ক্ষতিপূরণ নেওয়ার কথা ঘোষণা করে যোগী সরকার। সেই ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যেই কয়েকদিন আগে ৫৩ জনের নাম, ঠিকানা-সহ লখনউয়ের রাস্তার পোস্টার দেয় উত্তরপ্রদেশ প্রশাসন।
কিছুদিন আগে এ ঘটনায় অবিলম্বে পোস্টার সরানোর নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যোগী সরকার।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন