‘কিশোরীর সামনে প্যান্টের চেন খুললে সেটা যৌন নিগ্রহ নয়’, রায়ে স্পষ্ট করল আদালত

কোন মামলায় এই রায় দিল বম্বে হাইকোর্ট?

কোন মামলায় এই রায় দিল বম্বে হাইকোর্ট?

author-image
IE Bangla Web Desk
New Update

পোকসো (POCSO) আইনে যৌন নিগ্রহ প্রশ্নে ফের বিতর্কিত রায় বম্বে হাইকোর্ট (নাগপুর বেঞ্চ)-এর। আদালত বলেছে, কোনও কিশোরীর হাত ধরলে বা তার সামনে প্যান্টের চেন খুললে সেটা পকসো আইনে যৌন নিগ্রহ নয়। বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা গত ১৫ জানুয়ারি এই রায় দিয়েছেন।

Advertisment

সম্প্রতি বছর ৫০-এর এক ব্যক্তি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে নাগপুর বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। সেই আদালত পকসো আইনে আবেদনকারীকে যৌন নিগ্রহ-কাণ্ডে দোষী সাব্যস্ত করেছিল। জানা গিয়েছে, আবেদনকারীর নাম লিবনাস কুজুর। তাকে ২০২০ সালে পকসো আইনের একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আরও পড়ুন পোশাক না খুলে শরীর স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, বম্বে হাইকোর্টর রায়ে সুপ্রিম স্থগিতাদেশ

Advertisment

রায় দিতে গিয়ে বিচারপতি বলেন, 'অভিযুক্ত সেই কিশোরীর আব্রু হননের উদ্দেশ্য নিয়ে তার বাড়িতে ঢুকেছিল। এটা প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু তাকে যৌন নিগ্রহ করেছি কিনা সেটা প্রমাণ হয়নি। ' তার যুক্তি পকসো আইনে যৌন নিগ্রহ মানে সঙ্গম ছাড়া শারীরিক স্পর্শ। তাই এই মামলায় অভিযুক্ত সেই কিশোরীর হাত ধরলে বা তার সামনে প্যান্টের চেন খুললেও, যৌন নিগ্রহ করেছিল কিনা তা প্রমাণ সাপেক্ষ।

Bombay HC pocso