"আপন যত দুঃখ দেবে, পর ততটা নয়/ ফিরতে ঘরে ভয়", লিখেছিলেন ওপার বাংলার কবি, গায়ক ফারজানা ওয়াহিদ শায়ান। আরও একবার প্রমাণিত হল, কতটা সত্যি কথা। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এক সমীক্ষায় ধরা পড়েছে, শেষ ক'বছরে সারা পৃথিবীতে যত সংখ্যক মহিলাকে হত্যা করা হয়েছে, তার প্রায় অর্ধেকের বেশিই হয়েছে ঘরের লোকের দ্বারা।
রবিবার রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ তে যত মহিলা হত্যার ঘটনা ঘটেছে, তার প্রায় ৫৮ শতাংশই ক্ষেত্রেই মহিলা নিজের কাছের লোকের হাতেই নিহত হয়েছেন। হিসেব বলছে, গত বছর ৮৭০০০ মহিলা হত্যার কাণ্ড নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫০০০০ হাজার ঘটনায় মহিলার সঙ্গী অথবা পরিবারের অন্যান্য সদস্যের হাতেই খুন হয়েছেন মহিলা। ৩০০০০ নিহত মহিলার মধ্যে ৩৪ শতাংশের মৃত্যুর কারণ তাঁদের সঙ্গীরাই।
আরও পড়ুন, সমীক্ষা বলছে ভারতীয় শিশুরাই সবচেয়ে বেশি সাইবার লাঞ্ছনার শিকার
সমীক্ষা বলছে, সারা পৃথিবীতে যত হত্যার ঘটনা ঘটে, তার মধ্যে ৮০ শতাংশই পুরুষ। কিন্তু মহিলা হত্যার ক্ষেত্রে যে ভয়াবহ সত্যিটা প্রকাশ পেয়েছে, পুরুষের ক্ষেত্রে তেমনটা হয় না। "মহিলাদের ক্ষেত্রে তার নিজের ঘর, নিজের পরিবারই সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে দাঁড়িয়েছে", জানালের সমীক্ষার দায়িত্বে থাকা ইউরি ফেদেতোভ। তিনি আরও বলেছেন, "এই ঘটনা প্রমাণ করে ঘরোয়া ক্ষেত্রে মহিলা এবং পুরুষের ক্ষমতার সমীকরণে চূড়ান্ত বৈষম্য থেকে গিয়েছে"। সমীক্ষায় ধরা পড়েছে, আফ্রিকা এবং আমেরিকার মহিলাদের ক্ষেত্রে কাছের মানুষের থেকে বিপদ ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি।
মহিলাদের বিরুদ্ধে হিংসার ঘটনা কমানোর জন্য বিভিন্ন দেশে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, জানানো হয়েছে সমীক্ষার আয়োজকদের তরফ থেকে। দেশের পুলিশ, প্রশাসন, আইন বিভাগ, সাস্থ্য এবং পরিষেবার মধ্যে সহযোগিতার বাড়ালে এই অপরাধ কমানো সম্ভব, জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
Read the full story in English