Bangladesh VS Indian Army: ভারতের সেনার কাছে নেহাতই তুচ্ছ বাংলাদেশ, তাও কলকাতা দখলের ডাক! এত সাহস পাচ্ছে কোথা থেকে?

Bangladesh VS Indian Army: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি। ফের ইসকনের মন্দিরে আগুন মৌলবাদীদের। ভয়ে সিঁটিয়ে হিন্দুরা।

Bangladesh VS Indian Army: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি। ফের ইসকনের মন্দিরে আগুন মৌলবাদীদের। ভয়ে সিঁটিয়ে হিন্দুরা।

author-image
IE Bangla Web Desk
New Update
indian army

ভারতের সেনার কাছে নেহাতই তুচ্ছ বাংলাদেশ, তাও হুঙ্কার! কোথা থেকে পাচ্ছে এই সাহস?

Bangladesh VS Indian Army: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি। ফের ইসকনের মন্দিরে আগুন মৌলবাদীদের। ভয়ে সিঁটিয়ে হিন্দুরা। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ মহম্মদ ইউনুসের সরকার। ডেডলাইন বেঁধে সরকারকে ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার হুমকি বাংলাদেশি মৌলবাদীদের।

Advertisment

নৈরাজ্যের বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অশান্তি। হিন্দু মহল্লায় আতঙ্কের ছাপ স্পষ্ট। ফি দিন হিন্দু পাড়ায় চলছে আক্রমণ, লুঠপাট। মৌলবাদীদের হুমকিতে প্রাণভয়ে সিঁটিয়ে সে দেশের সংখ্যালঘু সমাজ। মিছিল করে গিয়ে বাংলাদেশের দিকে দিকে হিন্দু মন্দিরে হামলা চালাচ্ছে মৌলবাদীরা। এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ISKCON-এর মন্দিরে হামলা করেছে দুষ্কৃতীরা। ঢাকায় ইসকনের আরও একটি মন্দিরে হামলা কট্টরবাদীদের। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাধা-কৃষ্ণের মন্দিরে। ভারত বিরোধী মিছিল থেকে কলকাতা দখলের ডাক দেওয়ার পাশাপাশি মোদী, শাহ, রাজনাথকে লক্ষ্য করে হুঙ্কার ছুঁড়তেও শোনা গিয়েছে প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তাদের। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এত সাহস পাচ্ছে কোথা থেকে? এর পিছনে কী তবে রয়েছে পাকিস্তান-চিনের মত ভারত বিরোধী দেশের প্রত্যক্ষ মদত? 

বাংলাদেশ থেকে ভারতকে লক্ষ্য করে সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়া হচ্ছে। এর মধ্যেই আগামীকাল ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি খুবই গুরুতর হয়ে উঠেছে। যেখানে আগে বাংলাদেশ সরকার ১৯৭১ সাল থেকে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলত। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দেশ সামরিক দিক থেকে কোন পর্যায়ে রয়েছে? 

Advertisment

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। ভারতের স্বাধীনতা ও দেশভাগের পর থেকে পাকিস্তান সবসময়ই ভারতের ক্ষতি করার চেষ্টা করে আসছে। কিন্তু ভারতীয় সেনা সবসময়ই পাক সেনা ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে। এটা লক্ষণীয় যে বাংলাদেশ একসময় পূর্ব পাকিস্তানের অংশ ছিল, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র  হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ কারণেই এত বছর ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। কিন্তু গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি এখন সম্পুর্ণ বদলে গেছে।


ভারতীয় সেনা সতর্ক

পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীও সতর্ক রয়েছে, ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থাগুলি সীমান্তে বাড়তি নজর রাখছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ সেনাবাহিনী কখনো ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি ঠিক কেমন হবে? 


বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক শক্তি 

পাকিস্তান ও বাংলাদেশের সামরিক শক্তি ভারতের তুলনায় অনেক দুর্বল। ১৪৫ দেশের এই র‌্যাঙ্কিংয়ে, বাংলাদেশ রয়েছে ৩৭ নম্বরে, যেখানে পাকিস্তান রয়েছে ৯ নম্বরে। যদিও ভারত বিশ্বের চতুর্থ  সামরিক শক্তি হিসেবে পরিচিত। ভারতে ১৪.৪৪ লক্ষ সেনা রয়েছে, যা বিশ্বে দ্বিতীয়। 


সামরিক পরিসংখ্যান (২০২৪) 
সামরিক বাজেট:
বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $4 বিলিয়ন, যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $77 বিলিয়ন।

সেনাবাহিনী:
বাংলাদেশের সেনাবাহিনীতে প্রায় ২ লাখ সেনা রয়েছে, যেখানে ভারতের সক্রিয় সেনার সংখ্যা ১৪ লাখ।

বিমান বাহিনী:
বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ২০০ টি যুদ্ধবিমান রয়েছে যার বেশিরভাগই পুরানো মডেলের। ভারতের কাছে ২২০০ টিরও বেশি ফাইটার  এয়ারক্রাফ্ট রয়েছে, যার মধ্যে রয়েছে রাফালে, সুখোই-30, মিরাজ-2000-এর মতো আধুনিক বিমান।

নৌবাহিনী:
বাংলাদেশ নৌবাহিনীর কিছু ফ্রিগেট, করভেট এবং টহলদারি জাহাজ রয়েছে। একই সময়ে, ভারতের একটি শক্তিশালী নৌবাহিনী রয়েছে যার মধ্যে বিমানবাহী রণতরী, সাবমেরিন এবং ডেস্ট্রয়ার রয়েছে।

তবে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই দৃঢ়। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল এবং দুই দেশের মধ্যে গভীর বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
 
বাংলাদেশের চ্যালেঞ্জ কতটা গুরুতর?
বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক অবস্থার আগের থেকে উন্নতি হয়েছে, কিন্তু ভারতের মতো বৃহৎ ও বৈচিত্র্যময় শক্তির কাছে তা বর্তমানে বড় চ্যালেঞ্জ নয়। বিশ্বব্যাপী ভারতের প্রভাবশালী সামরিক ও কূটনৈতিক শক্তি রয়েছে।

Bangladesh Indian army