বার বার আবেদন করেও মেলেনি ভিসা! অগত্যা জাল সার্টিফিকেট ব্যবহার করে স্নাতকোত্তর ডিগ্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিযোগে তেলেঙ্গানা পুলিশ মঙ্গলবার হায়দ্রাবাদ থেকে বছর ২৫-এর এক যুবককে গ্রেফতার করে।
পুলিশের এক শীর্ষকর্তা জানান, ধৃত যুবকের নাম জঙ্গা দয়াকর রেড্ডি। জেরায় ধৃত যুবক জানিয়েছেন ভুয়ো সার্টিফিকেট ইস্যু করার জন্য এক ব্যক্তিকে ১ লক্ষ ৩ হাজার টাকা দেন তিনি। সেই ভুয়ো শংসাপত্র কে কাজে লাগিয়ে আমেরিকার ডেটন ইউনিভার্সিটিতে বিজনেস অ্যানালিসিস কোর্সে ভর্তি হন তিনি। যিনি অভিযুক্ত যুবককে নকল সার্টিফিকেট দেন তিনিও বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রির জন্য পড়াশুনা করছেন।
আরও পড়ুন: < বিশ্বে ৯ শতাংশ কমল কোভিডে মৃত্যু, আশার কথা শোনাল WHO >
হায়দ্রাবাদ পুলিশের একটি স্পেশাল অপারেশন টিম যৌথ ভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে রেড্ডিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর জাল নথি । পুলিশ কমিশনার মহেশ ভাগবত বেকার যুবক-যুবতীদেরকে ভুয়ো বিদেশী এজেন্টদের ফাঁদে পা না দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য আহ্বান জানান।