Advertisment

আহমেদ পটেলকে আয়কর দফতরের তলব

গত ১৪ ফেব্রুয়ারি আহমেদ পটেলকে হাজিরা দেওয়ার জন্য আগেই তলব করেছিল আয়কর দফতর। এরপর আবারও তাঁকে তলবি নোটিস দেওয়া হল।

author-image
IE Bangla Web Desk
New Update
ahmed patel, আহমেদ পটেল, কংগ্রেস নেতা আহমেদ পটেল, আহমেদ পটেলকে আয়কর দফতরের তলব, ahmed patel congress, কংগ্রেস, income tax department, ahmed patel income tax department, india news, indian express bangla

আহমেদ পটেল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

অস্বস্তি বাড়ল কংগ্রেসের। আয়কর দফতরের নজরে কংগ্রেস নেতা আহমেদ পটেল। দলের পর এবার কংগ্রেসের কোষাধ্যক্ষ আহমেদ পটেলকে তলব করল আয়কর দফতর। দলের নির্বাচনী খরচ সমতে ৫৫০ কোটি টাকারও বেশি হিসেব অপ্রকাশিত রয়েছে বলে অভিযোগ করেছে আয়কর বিভাগ। সেই অভিযোগেই আহমেদ পটেলকে তলব বলে জানা যাচ্ছে।

Advertisment

আরও পড়ুন: এনপিআর-এ বাবা-মায়ের জন্ম তথ্য প্রয়োজন: কেন্দ্র

জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি আহমেদ পটেলকে হাজিরা দেওয়ার জন্য আগেই তলব করেছিল আয়কর দফতর। এরপর আবারও তাঁকে তলবি নোটিস দেওয়া হল। আয়কর তলব প্রসঙ্গে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আহমেদ পটেল জানিয়েছেন, সংসদের কাজের জন্য তিনি ব্যস্ত রয়েছেন এবং অসুস্থ। তিনি আরও জানিয়েছেন, ‘‘খুব শীঘ্রই তলবের প্রেক্ষিতে জবাব দেব, সম্ভবত সংসদে বাজেট অধিবেশনের পরই যোগাযোগ করব’’। আয়কর আইনের ১৩১ ধারায় আহমেদ পটেলকে তলব করা হয়েছে বলে খবর। ১৩ এ ধারা লঙ্ঘনের অভিযোগ করেছে আয়কর দফতর।

আরও পড়ুন: ‘চরমপন্থী হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ভারতের’, দিল্লি হিংসায় সরব ইরানের নেতা

এর আগে দেশের বিভিন্ন প্রান্তে এ অভিযোগে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। গত বছরের ২ এপ্রিল মধ্যপ্রদেশ-সহ ৫২টি জায়গায় তল্লাশি চালানো হয়। ২০১৯ সালের অক্টোবর মাসেও একাধিক জায়গায় তল্লাশি চালান আয়কর কর্তারা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদ, বিজয়ওয়াড়া-সহ বেশ কয়েকটি জায়গাতেও তল্লাশি চালানো হয়। এই তল্লাশির পরই কংগ্রেস কোষাধ্যক্ষকে তলব করেছে আয়কর দফতর।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment