বিগত একটা মাস আম জনতার মুখে মুখে ফিরেছে তাঁর একটাই সংলাপ, "সরি, আই অ্যাম নট সাপোজড টু টেল ইউ সার'। তিনি অভিনন্দন বর্তমান। পুওয়ামা হামলা পরবর্তী এয়ারস্ট্রাইকে পাক সেনাবাহিনীর হাতে ধরা পড়েছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন। পাক সেনাবাহিনির জেরার মুখে শালীনতা মেনেই খরচ করেছিলেন ওই ক'টা শব্দই, "সরি, আই অ্যাম নট সাপোজড টু টেল ইউ সার''। রাতারাতি দেশের মানুষের কাছে নায়ক হয়ে ওঠা অভিনন্দন মঙ্গলবার ফের কাজে যোগ দিলেন, জানা গিয়েছে সূত্র মারফত।
চার সপ্তাহের অসুস্থতাজনিত ছুটি দেওয়া হলেও বারো দিনের মধ্যে নিজের কাজের জায়গায় ফিরলেন বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
আরও পড়ুন, পছন্দের কেন্দ্র না পেয়ে গিরিরাজের গোসা, ভোট লড়া অনিশ্চিত
সরকারি সূত্রে খবর, ছুটিতে চেন্নাইয়ের নিজের বাড়িতে থাকার চেয়ে শ্রীনগরের স্কোয়াড্রনেই থাকতে চেয়েছিলেন অভিনন্দন। চার সপ্তাহের ছুটির মধ্যে মেডিকাল বোর্ড অভিনন্দনের শারীরিক কর্মক্ষমতা পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে তিনি আদৌ কাজে যোগ দিতে পারবেন কি, না, কথা ছিল এইরকম। ফাইটার ককপিটেই ফেরার ইচ্ছে ছিল তাঁর।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি, ভারতের আকাশসীমা লঙ্ঘনকারী পাকিস্তানের যুদ্ধবিমানকে ধাওয়া করতে গিয়ে পাকিস্তানের মাটিতে পড়েন অভিনন্দন। পাক সেনাদের হাতে বন্দি হন। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে জেনিভা কনভেশন অনুযায়ী পাক সরকার তাঁকে দেশে ফিরিয়ে দেয়। কিন্তু ১ মার্চ দেশে ফেরার পরেই প্রথমে হাসপাতালে ভর্তি হন অভিনন্দন। তার পর তাঁর ‘ডি-ব্রিফিং’ হয়। তারপর চার সপ্তাহের অসুস্থতাজনিত ছুটিতে পাঠানো হয়।
Read the full story in English