দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দেশের মাটিতে পা রাখলেন অভিনন্দন বর্তমান। গত কয়েকদিনের উৎকন্ঠা কাটিয়ে অভিনন্দনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল গোটা দেশ। শুক্রবার রাতে সেই অপেক্ষার অবসান হল।
অভিনন্দনের অপেক্ষায় শুক্রবার সকাল থেকে ওয়াঘা সীমান্তে ভিড় জমান অনেকে। জাতীয় পতাকা নিয়ে ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে স্বাগত জানাতে আসেন বহু মানুষ। ওয়াঘা সীমান্তে যান বায়ুসেনার আধিকারিকরাও।
Visuals from Attari-Wagah border; Wing Commander #AbhinandanVarthaman to be received by a team of Indian Air Force. pic.twitter.com/C4wv14AEAd
— ANI (@ANI) March 1, 2019
অন্যদিকে, শুক্রবার ওয়াঘা সীমান্তে ‘বিটিং দ্য রিট্রিট’ বাতিল করে ভারত। ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দনের দেশে ফেরার কারণেই ওয়াঘা সীমান্তে ‘বিটিং দ্য রিট্রিট’ ভারত বাতিল করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম: ইমরান
অভিনন্দন বর্তমানকে স্বাগত জানিয়ে টুইট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Welcome home #AbhinandanVarthaman Welcome home sweet home
— Mamata Banerjee (@MamataOfficial) March 1, 2019
অভিনন্দনকে মুক্তির সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তি রক্ষার্থে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ছাড়া হচ্ছে বলে জানান ইমরান। একইসঙ্গে সমস্যা মেটাতে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
WATCH VIDEO: Parents of IAF pilot Wing Commander #AbhinandanVarthaman get standing ovation inflight pic.twitter.com/fV1n4ZCcoh
— The Indian Express (@IndianExpress) March 1, 2019
আরও পড়ুন, অভিনন্দনের মুক্তি: “পাইলট প্রজেক্ট মিটল, এবার আসল কাজ”
উল্লেখ্য, বুধবার অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেয় পাক সেনা। ওইদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এরপরই অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। ‘‘কোনওরকম দর কষাকষি নয়, অবিলম্বে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরানো হোক’’, এই দাবিই পাকিস্তানকে করে ভারত।
Visuals from the Attari-Wagah border. Wing Commander #AbhinandanVarthaman will be released by Pakistan today. pic.twitter.com/6x30IQpqbB
— ANI (@ANI) March 1, 2019
ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা। ভারতীয় পাইলটকে মুক্তির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, তাতে সন্তোষ প্রকাশ করেছে আমেরিকা।
এদিকে, অভিনন্দনকে মুক্তি দেওয়া নিয়ে ইমরান খানের ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, “একটা পাইলট প্রজেক্ট সম্পূর্ণ হল”।
Read the full story in English