Advertisment

রাফাল ওড়াবেন এবার মহিলা পাইলট, চলছে প্রশিক্ষণ

বর্তমানে, ভারতীয় বায়ুসেনায় ১০ জন মহিলা যুদ্ধবিমান পাইলট রয়েছেন এবং ১৮ জন মহিলা নেভিগেটর রয়েছেন। সবমিলিয়ে মোট ১৮৭৫ জন মহিলা আধিকারিক রয়েছেন বায়ুসেনায়।

author-image
IE Bangla Web Desk
New Update
rafale, women pilot iaf, রাফাল

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাফাল যুদ্ধবিমান ওড়াবেন এবার মহিলা পাইলট। ভারতীয় বায়ুসেনার এক মহিলা পাইলট শীঘ্রই গোল্ডেন অ্য়ারোস স্কোয়াড্রনে যোগ দেবেন। সোমবার বায়ুসেনা সূত্রে এমন খবরই মিলেছে। রাফাল বিমান চালানোর জন্য় ওই মহিলা পাইলটের প্রশিক্ষণ চলছে এই মুহূর্তে।

Advertisment

সূত্রের খবর, ওই মহিলা পাইলট বর্তমানে মিড ২১ যুদ্ধবিমান চালাচ্ছেন। একটি অভ্য়ন্তরীণ প্রক্রিয়ায় রাফাল যুদ্ধবিমানের জন্য় তাঁকে বাছাই করা হয়েছে।

বর্তমানে, ভারতীয় বায়ুসেনায় ১০ জন মহিলা যুদ্ধবিমান পাইলট রয়েছেন এবং ১৮ জন মহিলা নেভিগেটর রয়েছেন। সবমিলিয়ে মোট ১৮৭৫ জন মহিলা আধিকারিক রয়েছেন বায়ুসেনায়।

আরও পড়ুন: আইনি পথেই ‘শেষ দেখতে চান’ যৌন হেনস্থায় অভিযুক্ত অনুরাগ কাশ্যপ

গত সপ্তাহে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক সংসদে বলেছিলেন যে, মহিলা যুদ্ধবিমান পাইলটদের অন্তর্ভুক্তি করা হচ্ছে এবং ভারতীয় বায়ুসেনায় নিয়োগ করা হচ্ছে। গত বছরের ১০ সেপ্টেম্বর ভারতীয় বায়ুসেনার গোল্ডেন অ্য়ারোস স্কোয়াড্রনকে নতুন করে সাজানো হয়েছে।

উল্লেখ্য়, কিছুদিন আগেই, আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার নয়া যুদ্ধবিমানকে জলকামানের মাধ্যমে স্যালুট জানানো হয়। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে সর্ব ধর্ম পুজোর মধ্যে দিয়ে ধূমধাম করে এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, "সাম্প্রতিককালে দেশের সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনায় পাঁচটি রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ"।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment