লকডাউনের জের কি এবার পড়ল সংসদের ক্যান্টিনেও? মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লা সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, সংসদীয় ক্যান্টিনে এবার থেকে সরবরাহ খাবার ব্যয়বহুল হয়ে উঠবে, কারণ এবার থেকে সংসদের ক্যান্টিনে উঠতে চলেছে ভর্তুকি।
যদিও এই পদক্ষেপের জেরে আর্থিক প্রভাবগুলি কী কী পড়তে পারে, তা নির্দিষ্ট করে কিছু জানায়নি লোকসভার স্পিকার। সূত্রের খবর, যদি খাবারে এই ভর্তুকি তুলে নেয় সরকার তাহলে বছরে প্রায় আট কোটিরও বেশি টাকা সাশ্রয় করবে সরকার।
আরও পড়ুন, করোনা ভ্যাকসিন নিয়ে উদ্বেগ ভিত্তিহীন, সাফ জানাল কেন্দ্র
আগামী ২৯ জানুয়ারিতে পরবর্তী সংসদ অধিবেশন প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ওম বিড়লা আরও বলেন, সংসদীয় ক্যান্টিনগুলি এবার থেকে নর্দান রেলওয়ের পরিবর্তে আইটিডিসি দ্বারা পরিচালিত হবে।
স্পিকার জানান বাজেট অধিবেশন শুরুর আগে সকল সংসদ সদস্যদের কোভিড -১৯ পরীক্ষা করানোর জন্য অনুরোধ করা হবে। রাজ্যসভা সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বসবে, লোকসভা বিকাল ৪-৮ থেকে দ্বিতীয়ার্ধে চলবে। সেশনের সময় এক ঘন্টা নির্ধারিত সময়ের জন্য প্রশ্নোত্তরের অনুমতি দেওয়া হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন