Advertisment

Quad Summit-এ অংশ নিতে মার্কিন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী, যোগ দেবেন রাষ্ট্রসংঘের বৈঠকেও

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম কোয়াড নেতাদের সম্মেলন আয়োজন করবেন হোয়াইট হাউসে।

author-image
IE Bangla Web Desk
New Update
Promote healthy competition between cities for cleanliness, says PM Modi at mayors’ conference

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এই প্রথম সশরীরে কোয়াড সম্মেলনে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৪ সেপ্টেম্বর কোয়াড নেতাদের সম্মেলন। সেখানেই অংশ নেবেন মোদী। একইসঙ্গে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের বার্ষিক সম্মেলনেও যোগ দেবেন তিনি। সেই সম্মেলন অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর।

Advertisment

হোয়াইট হাউস সোমবার রাতে ঘোষণা করেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম কোয়াড নেতাদের সম্মেলন আয়োজন করবেন হোয়াইট হাউসে। সেই সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাচ্ছেন।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, বাইডেন-হ্যারিস প্রশাসন কোয়াড কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে। মার্চ মাসে প্রথম কোয়াড নেতাদের ভার্চুয়াল সমাবেশ হয়েছিল। এবার সশরীরে সম্মেলনে হাজির থাকবেন বিশ্বের চার দেশের রাষ্ট্রনায়ক। এই সম্মেলন আয়োজন করে বাইডেন-হ্যারিস প্রশাসন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার বাতাবরণ চাইছে। একুশ শতকের নানাবিধ চ্যালেঞ্জের মোকাবিলা করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রথম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ওয়াশিংটনে যেতে পারেন মোদী। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার নরেন্দ্র মোদী মার্কিন সফরে যাচ্ছেন। বাইডেনের সঙ্গেও প্রথম সশরীরে সাক্ষাৎ হবে তাঁর। এর আগে জি-৭ গোষ্ঠীর বৈঠকে মোদীর সশরীরে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে সেই সফর বাতিল করতে হয়। এরই মধ্যে আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সেই পরিস্থিতিতে মোদীর মার্কিন সফর বেশ তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন মোদীর নেতৃত্বে ব্রিকস সম্মেলনে আফগানিস্তান উদ্বেগ! তালিবানি সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন পুতিন

গত ২০১৯ সালের সেপ্টেম্বরে মার্কিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে হাউডি মোদী ইভেন্ট আয়োজিত হয়। সেই অনুষ্ঠানেই মোদী ডাক দেন, 'আব কি বার ট্রাম্প সরকার'। যদিও ট্রাম্প নির্বাচনে হেরে যান। দুবছর পর ফের মার্কিন সফরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এবারের সফরে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী। অনুচ্ছেদ ৩৭০ বিলোপ হওয়ার পর মার্কিন ডেমোক্র্যাটরা কাশ্মীরে মানবাধিকার নিয়ে সরব হয়েছিলেন। সেই সূত্রে তাঁদের সঙ্গে দেখা করে কাশ্মীরের উন্নয়নের ছবি নিয়ে কথা বলতে পারেন মোদী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামে, পড়তে থাকুন

Joe Biden Quad Summit PM Narendra Modi
Advertisment