কয়েক ঘণ্টার থমথমে পরিস্থিতি কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুপুরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা পোস্ট এবং গ্রামাঞ্চল লক্ষ্য করে ফের মর্টার হামলা শুরু করল পাকিস্তান। তৎক্ষণাৎ পাকিস্তানকে যোগ্য প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাবাহিনীও দাবি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি এবং রাজৌরির নওসেরা এলাকায় এই হামলা ঘটেছে।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ বলেন, বেলা ১টা নাগাদ কেজি সেক্টরে এই মর্টার শেলিং হয়েছে। এরপর বেলা ২:১৫ নাগাদ নওসেরাতে পাকিস্তান ফের মর্টার হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে গতকাল সারারাত ধরে কেজি, বালাকোট এবং মানকোটে মর্টার এবং ছোট অস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে গিয়েছে পাকিস্তান। তবে, গত রাতে পাক হামলা ঘটতেই ভারতও সমান তালে জবাব দিতে শুরু করে। এরপরই বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ আক্রমণ থামায় পাকিস্তান। এরপর আবার বেলা ১টা নাগাদ হামরা শুরু করে পাক বাহিনী।
আরও পড়ুন- ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন আসলে কে?
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনা বোমা নিক্ষেপ করার পর আখনুর থেকে পুঞ্চ পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা থেকে নিয়ন্ত্রণরেখায় ১২ থেকে ১৫টি জায়গায় লাগাতার গুলিবর্ষণ চালায় পাকিস্তান। এমনকি, গ্রামবাসীদের ঢাল করে তাঁদের বাড়ি থেকে মর্টার, মিসাইল ছোড়ে পাক সেনা। এমনটাই দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র। গ্রামবাসীদের টার্গেট করে পাক সেনা ১২০ মিমি মর্টার নিক্ষেপ করেছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। জবাবি আক্রমণে ৫টি পাকিস্তানি পোস্ট ধ্বংস করল ভারতীয় সেনা। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, জবাবি আক্রমণে পাকিস্তানে অনেকে হতাহত হয়েছে।
Read the full story in English