প্রায় দু’বছর আগের কথা। ‘কাতরু ভেলিয়াদাই’ নামের একটি তামিল ছবি বানিয়েছিলেন পরিচালক মনিরত্নম। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পটভূমি লাইট-সাউন্ড-ক্যামেরায় তুলে ধরেছিলেন মনিরত্নম। সেসময়ই পরিচালককে প্রাক্তন এয়ার মার্শাল সিমহাকুট্টি বর্তমান পরমার্শ দিয়েছিলেন রাওয়ালপিন্ডির জেলে বন্দি এক পাইলটের গল্প পর্দায় তুলে ধরতে। বুধবার সেই প্রাক্তন এয়ার মার্শালের ছেলেই এবার পাকিস্তানের হেফাজতে, নাম অভিনন্দন বর্তমান।
বুধবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যে আকাশে উড়ে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ যুদ্ধবিমান। যার একটিতে ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। পাক হামলা বানচাল করতে গিয়ে বিপাকে পড়েন অভিনন্দন। তাঁর বিমানকে নামায় পাকিস্তান। তারপরই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার সন্ধে ৬টা ২০ মিনিট নাগাদ অভিনন্দনের ছবি টুইট করে দাবি করেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর।
আরও পড়ুন, পাকিস্তানের হেফাজতে ভারতের অফিসার: কী বলছে জেনিভা কনভেনশন
যদিও এর আগে বুধবার ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘পাক হামলা সফল হয়নি। একটি মিগ-২১ যুদ্ধবিমান আমরা হারিয়েছি। একজন পাইলট নিখোঁজ। পাকিস্তান বলছে, ওরা হেফাজতে নিয়েছে। তবে আমরা এটা খতিয়ে দেখছি।’’
অন্যদিকে, অভিনন্দনকে হেফাজতে নেওয়ার পরই পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। কোনও ভিডিওতে দেখা গিয়েছে, অভিনন্দনকে জনতার একটা দল হেনস্থা করছে। আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে, অভিনন্দনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিকল্পনা জানতে চেয়ে অভিনন্দনকে অন্য একটি ভিডিওয় জিজ্ঞেস করা হয়েছে। যেখানে অভিনন্দনকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি দুঃখিত, আমি এটা বলতে পারব না।’’
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর টুইটে লেখেন, ‘‘আমরা ওঁর জন্য সারাক্ষণ প্রার্থনা করছি, যেন উনি শীঘ্রই ফিরে আসেন।’’
আরও পড়ুন, পাক ডেপুটি হাইকমিশনারকে জরুরি তলব, আহত পাইলটের ছবি প্রদর্শনে তীব্র প্রতিবাদ দিল্লির
কে এই অভিনন্দন?
প্রতিরক্ষা সংক্রান্ত পোর্টাল ভারত-রক্ষক.কম অনুযায়ী জানা গিয়েছে, ২০১৪ সালের ১৯ জুন যুদ্ধবিমানের চালক হিসেবে নিযুক্ত হন অভিনন্দন। সম্প্রতি তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে প্রশিক্ষণ শেষ করেন তিনি। অভিনন্দন বিবাহিত, তাঁর মা পেশায় চিকিৎসক বলেও জানা গিয়েছে। তাঁর বাবা ‘পরম বিশিষ্ট সেবা মেডেল’ সম্মানে ভূষিত। প্রায় ৮ বছর আগে এনডিটিভি-র ‘গুড টাইমস রকি অ্যান্ড ময়ূর শো’-তে দেখা গিয়েছিল অভিনন্দনকে। ভারতীয় বায়ুসেনার বরেলি এয়ারবেসে ওই শোয়ের শ্যুটিং করা হয়েছিল।
Read the full story in English