Advertisment

গালওয়ানে সেনার বীরত্ব দেখিয়েছে ভারত যোগ্য় জবাব দিতে সক্ষম: রাষ্ট্রপতি

'এ বছর আড়ম্বরপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে না', ৭৪ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে একথাই বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

author-image
IE Bangla Web Desk
New Update
President Ram Nath Kovind

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে লাদাখ ইস্য়ু টেনে যেমন চিনকে বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তেমনই আবার করোনা পরিস্থিতি, অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণ ও দেশের শিক্ষা নীতির 'দূরদর্শিতা' নিয়ে আলোকপাত করলেন।

Advertisment

গালওয়ান উপত্য়কায় চিনা বাহিনীর হাতে ভারতীয় সেনা জওয়ানদের মৃত্য়ুর ঘটনার প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ''গালওয়ানে ভারতীয় সেনা জওয়ানরা বীরত্বের পরিচয় দিয়েছেন। গোটা দেশ গালওয়ানে শহিদ জওয়ানদের স্য়ালুট জানায়। আমাদের দেশের সীমান্ত সুরক্ষা করতে নিজেদের জীবন দিয়েছেন বীর সৈনিকরা...আমরা শান্তি রক্ষার্থে বিশ্বাসী যেমন, তেমনই কোনও আগ্রাসী আচরণে পাল্টা যোগ্য় জবাব দিতেও পারি''।

src="https://www.youtube.com/embed/cK38nEOuT8M" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

আরও পড়ুন: করোনাকালে লালকেল্লায় এবার ‘অন্য়রকম’ স্বাধীনতা দিবস

অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, ''মাত্র ১০ দিন আগে অযোধ্য়ায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। এটা আমাদের সকলের কাছে গর্বের মুহূর্ত''।

জাতীয় শিক্ষা নীতি সঠিক দিশা দেখাবে বলে এদিন মন্তব্য় করেছেন রামনাথ কোবিন্দ। তিনি বলেছেন, ''স্বতঃস্ফূর্তভাবে তরুণ প্রজন্মকে বেড়ে উঠতে মাতৃভাষায় শিক্ষাদানে জোর দেওয়া হয়েছে''।

'এ বছর আড়ম্বরপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে না', ৭৪ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে একথাই বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা যেভাবে কাজ করে চলেছেন, তার প্রশংসাও করেছেন রাষ্ট্রপতি।

অন্য়দিকে, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আমফানে ক্ষতির কথাও এদিনের ভাষণে উত্থাপন করেছেন কোবিন্দ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment