Advertisment

India China Relation: মিটতে চলেছে সীমান্ত সংঘাত? ভারতের কাছে মাথানত করল 'ড্রাগনের' দেশ

India China Relation: পূর্ব লাদাখে ভারত-চিনের মধ্যে সীমান্তে ইস্যু নিয়ে চলমান বিরোধ অবসানে দু-দেশের মধ্যেই শীর্ষ কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে। তাতে সীমান্ত বিরোধ অবসানে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে বলেই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
modi china

ভারত চিনের সীমান্ত বিরোধ শেষের পথে?

India China Relation:  পূর্ব লাদাখে ভারত-চিনের মধ্যে সীমান্তে ইস্যু নিয়ে চলমান বিরোধ অবসানে দু-দেশের মধ্যেই শীর্ষ কূটনৈতিক স্তরে আলোচনা  হয়েছে। তাতে সীমান্ত বিরোধ অবসানে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে বলেই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে। গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে ২০২০ সালের সংঘর্ষের পর থেকেই দু দেশের মধ্যে সীমান্ত সংঘাত চরমে। তবে সীমান্ত বিরোধ মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের তরফে ক্রমাগত চেষ্টা চালানো হয়েছে। এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চিনের মধ্যে চলমান বিরোধ কী শেষের পথে? মিলেছে সমাধানসূত্র? দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা শীঘ্রই শেষ হতে চলেছে? অবশেষ এই সকল প্রশ্নের 'ইতিবাচক' উত্তর সামনে এসেছে।

Advertisment

১১১ ফুটের 'সর্ববৃহৎ দুর্গা'! রাণাঘাটে চমকের ছড়াছড়ি, শেষ মুহূর্তে বড় গেঁরোয় ভেস্তে যাবে পুজো?

কিছুদিন আগেও ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু ভারত কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে চিনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে চলমান দ্বন্ধ মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সফল হয়েছে বলে খবর। ভারত ও চিন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর সীমান্ত বিরোধ ইস্যুতে মতপার্থক্য দূর করতে আলোচনার মাধ্যমে সম্পর্কের "উল্লেখযোগ্য  অগ্রগতি" করেছে। ২০২০-এর আগে পরিস্থিতি  মাথায় রেখে সম্ভাব্য সমাধানের রূপরেখা, পাশাপাশি অরুণাচল প্রদেশের বর্তমান সমস্যাগুলি সমাধান করতে সম্মত হয়েছে ড্রাগনের দেশ।

শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে আলোচনার সময় সীমান্ত বিরোধের বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। কর্পস কমান্ডার

ভারত ও চিনের মধ্যে ২২ দফা সামরিক আলোচনা শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে সময়সীমাসহ উভয় পক্ষের সেনা মোতায়েনের পদ্ধতি নির্ধারণ করা হবে। এ বিষয়ে এক সেনা কর্মকর্তা বলেছেন,বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) মোতায়েন সেনারা সীমান্ত ইস্যুতে সতর্ক রয়েছেন। উভয় পক্ষের স্থানীয় কমান্ডাররাও সংঘর্ষ এড়াতে বৈঠক করছেন। শীতে ৫০ থেকে ৬০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন, চলতি বছরও অব্যাহত থাকবে এবং এলএসি বরাবর সৈন্যদের পুনরায় মোতায়েন হতে পারে বলে জানানো হয়েছে। কর্মকর্তারা বলেছেন যে লাদাখের জন্য একটি অতিরিক্ত বিভাগ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। গত মাসে অনুষ্ঠিত ডব্লিউএমসিসি-তে, বিদেশ মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে উভয় পক্ষের মধ্যে মত পার্থক্য কমাতে এবং সীমান্ত সমাধানের প্রাথমিক সমাধান খুঁজে পেতে LAC বরাবর পরিস্থিতির উপর একটি খোলামেলা, গঠনমূলক এবং দূরদর্শী মতামত বিনিময় হয়েছে।

ঘাটাল মাস্টারপ্ল্যানে সবুজ সংকেত নেহরুর, রূপায়নে 'ব্যর্থ' মোদীও, পূরণ হবে মমতার আশ্বাস?

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর চিনে রাষ্ট্রদূতের সামনে স্পষ্ট করার চেষ্টা করেছিলেন যে ৭৫ শতাংশ সমস্যা সমাধান করা হয়েছে। এর মানে এখন একমাত্র সমস্যা হচ্ছে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার। তিনি বলেন, এখনও অনেক সমস্যা রয়েছে যা মোকাবেলা করতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো। কারণ, ভারত ও চিনের সম্পর্কের ওপর বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে।

india china standoff
Advertisment