Advertisment

কয়লা কেলেঙ্কারিতে প্রাক্তন সচিবের তিন বছরের জেল

গুপ্তা-সহ আরও দুই শীর্ষ স্তরের আমলা, কে এস ক্রোফা এবং কে সি সামিরাকে জামিন দিয়েছে পাটিয়ালা হাউজ আদালত। কয়লা কেলেঙ্কারি মামলায় তিনজনেরই তিন বছরের জেল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা। ফাইল ছবি।

দিন পাঁচেক আগেই ইউপিএ আমলে কয়লা মন্ত্রকের সচিবের পদ সামলানো এইচসি গুপ্তা সহ মোট ছ'জনকে কয়লা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করেছে দিল্লি আদালত। শাস্তিস্বরূপ তিন বছরের জেল হল প্রাক্তন সচিবের।

Advertisment

গুপ্তা-সহ আরও দুই শীর্ষ স্তরের আমলা, কে এস ক্রোফা এবং কে সি সামিরাকে জামিন দিয়েছে পাটিয়ালা হাউজ আদালত। কয়লা কেলেঙ্কারি মামলায় তিনজনেরই তিন বছরের জেল হয়েছে।

আরও পড়ুন, ঘুষ কেলেঙ্কারিতে সিবিআই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মোদীকে তোপ রাহুলের

কয়লা কাণ্ডে অভিযুক্ত বাকিদের ৪ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আইনজীবী ভারত প্রসার। এদের মধ্যে রয়েছেন বিকাশ মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড-এর এমডি বিকাশ পাটনি এবং সংস্থার অন্যতম সদস্য আনন্দ মল্লিক। বিকাশের সংস্থার ওপর ১ লক্ষ টাকা জরিমানা বসানো হয়েছে।

সিবিআই দাবি করেছে কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়া পাঁচ ব্যক্তির সর্বোচ্চ সাত বছরের জেল হোক। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার ওপর চাপানো হোক মোটা অংকের জরিমানা।

পশ্চিমবঙ্গের মইরা ও মধুজোড় কয়লা ব্লক অবৈধভাবে কলকাতার বিকাশ মেটাল পাওয়ার লিমিটেড(ভিএমপিএল)কে পাইয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে সিবিআই কয়লা কেলেঙ্কারি কাণ্ডে প্রথম এফআইআর নথিভুক্ত করেছিল।

Read the full story in English

Advertisment