India's reaction on Germany Christmas Market Attack: বড়দিনের আগে জার্মানিতে ভয়ঙ্কর হামলার, উদ্বিগ্ন ভারত, ৯ বছরের শিশুকেও রেহাই দিলেন না চিকিৎসক

India's reaction on Germany Christmas Market Attack: জার্মানির ম্যাগডেবার্গ শহরের ভিড় পূর্ণ ক্রিসমাস মার্কেটে হামলায় নিহতদের মধ্যে নয় বছরের এক শিশুও রয়েছে। শনিবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

India's reaction on Germany Christmas Market Attack: জার্মানির ম্যাগডেবার্গ শহরের ভিড় পূর্ণ ক্রিসমাস মার্কেটে হামলায় নিহতদের মধ্যে নয় বছরের এক শিশুও রয়েছে। শনিবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Germany Christmas Market Attack

বড়দিনের আগে জার্মানিতে ভয়ঙ্কর হামলা Photograph: (ফাইল)

India's reaction on Germany Christmas Market Attack: জার্মানির ম্যাগডেবার্গ শহরের বড়দিনের আগে বাজারে থিকথিকে ভিড়ের মাঝে প্রচণ্ড গতিতে গাড়ি নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। গাড়ি হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২০৫ জন। এর মধ্যে রয়েছেন সাত ভারতীয়। আহত ভারতীয়দের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। 

Advertisment

ভারতীয় দূতাবাস বার্লিনে আহত ভারতীয় নাগরিকদের 'সব ধরণের সাহায্যের' আশ্বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক শনিবার একটি বিবৃতিতে বলেছে, 'জার্মানির ম্যাগডেবার্গ শহরে এই সাংঘাতিক এবং অর্থহীন হামলার আমরা তীব্র নিন্দা করছি। অনেক মূল্যবান জীবন আমরা হারিয়েছি। অনেকে আহত হয়েছেন। মৃতদের আত্মার শান্তি কামনা করছি।'  

জার্মান কর্মকর্তারা একে পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেছেন। সংবাদ সংস্থা এপির মতে, জার্মান পুলিশ সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেনি। কিন্তু স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমের মতে, আততায়ীর নাম তালেব এ. তিনি সৌদি বংশোদ্ভূত একজন মনোরোগ বিশেষজ্ঞ। ইসলামের সমালোচনা করে বেশ কয়েকটি টুইট করেছেন। ইসলাম ধর্ম ত্যাগ করায় অনেকে তাকে অভিনন্দনও জানিয়েছেন।

Advertisment

জার্মানির ম্যাগডেবার্গ শহরের ভিড় পূর্ণ ক্রিসমাস মার্কেটে হামলায় নিহতদের মধ্যে নয় বছরের এক শিশুও রয়েছে। শনিবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বিগত প্রায় ২ দশক ধরে সেই দেশেই আছেন তিনি। তিনি পেশায় ডাক্তার। সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপিতে বিশেষজ্ঞ এই 'তালেব এ'। জার্মানিতে তালেব একটি পুনর্বাসন ক্লিনিকে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন৷ তবে অসুস্থতা ও ছুটির কারণে অক্টোবর থেকে ছুটিতে ছিলেন তিনি।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির 'ইসলামোফোবিয়া' স্পষ্ট, তবে তার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে। ম্যাগডেবার্গে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। পূর্ব জার্মানির এক গির্জায় নিহতদের সম্মানে সাদা গোলাপ দেওয়ার সময় জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেন, "ভয়ঙ্কর  নিষ্ঠুরতার সাথে এত মানুষকে হত্যা করা ভয়ানক কাজ।"

attack Germany