West Bengal News Highlights: শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ২৫ মিনিট বন্ধ পরিষেবা

West Bengal News Highlights: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার এক। জম্মু কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হল এক জঙ্গি। ধৃতের নাম জাভেদ মুন্সি। ধৃত তেহরিক-ই মুজাহিদিনের সদস্য বলে অভিযোগ। ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

West Bengal News Highlights: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার এক। জম্মু কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হল এক জঙ্গি। ধৃতের নাম জাভেদ মুন্সি। ধৃত তেহরিক-ই মুজাহিদিনের সদস্য বলে অভিযোগ। ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
A commuter has tried to commit suicide by jumping in front of Sovabazar Metro station: শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা

News in West Bengal Live: সব খবরের টাটকা আপডেটের জন্য নজর রাখুন

Latest West Bengal News Highlights: জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার  অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার এক। জম্মু কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হল এক জঙ্গি। ধৃতের নাম জাভেদ মুন্সি। ধৃত তেহরিক-ই মুজাহিদিনের সদস্য বলে অভিযোগ। ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Advertisment

শ্রী শ্রী মা সারদার ১৭২ তম জন্মতিথি উপলক্ষ্যে সেজে উঠেছে বেলুড়মঠ থেকে শুরু করে জয়রামবাটি। প্রতি বছরের মতো এবছরেই সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদার ১৭২ তম জন্মতিথি। রীতি মেনে এদিন ভোর ৪টে ৪৫ মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে বেলুড়মঠে অনুষ্ঠানের সূচনা হয়। সারাদিন চলবে নানান অনুষ্ঠান। সন্ধ্যারতি ও ভজনের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান। সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি উপলক্ষ্যে প্রচুর মানুষ আজ বেলুড় মঠে ভিড় করেছেন। বেলুড় মঠের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠেও সকাল থেকে চলছে পুজাপাঠ। চলেছে মায়ের ভক্তিগীতি।  

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি - ২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯নং বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নিলিমা দাসের একটি ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তাকে গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইতে দেখা গিয়েছে। এই ভিডিও পোস্ট করে শুভেন্দু লিখেছেন, 'আসুন তোলামূল প্রাইভেট লিমিটেড (TMC) কোম্পানির কাটমানি আদায়কারীর সঙ্গে পরিচয় করিয়ে দিই'। যদিও এবিষয়ে তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলেনি। 

Advertisment

অশান্ত বাংলাদেশে চলছে লাগাতার হিন্দু নির্যাতন। ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ২২০০। বিদ্বেষের বাংলাদেশে এবার খুন হিন্দু পুরোহিত। বাংলাদেশে নাটোরে মন্দিরে খুন সেবায়ত। হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে মন্দিরের পুরোহিতের মৃতদেহ। শ্মশানকালী মন্দিরে লুটপাটের পর সেবায়তকে  খুন। ডাকাতি বলে দাবি বাংলাদেশ পুলিশের।  শ্মশানেও সুরক্ষা নেই হিন্দুদের এমনই দাবি কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। এর পাশাপাশি ময়মনসিংয়ের মন্দিরে তান্ডব। ৮টি মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। বাংলাদেশে দিনাজপুরেও কট্টোরপন্থী মৌলবাদীদের তান্ডব। বীরগঞ্জের মন্দিরেও তান্ডব চালিয়ে মৌলবাদীরা। লাগাতার হিন্দু নির্যাতনের ঘটনায় ইউনূস সরকারকে উপযুক্ত ব্যবস্থা  নেওয়ার আর্জি ইসকনের গর্ভনিং বডি কমিশনার গৌরাঙ্গ দাসের। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় মুখ খুলেছেন অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সতেন্দ্র দাস। তিনি বলেন, 'দুদেশের আলোচনায় সমাধান হবে  না। সরকারকে এবার কঠোর পদক্ষেপ নিতে নিতে হবে'। 

  • Dec 22, 2024 17:18 IST

    West Bengal News Live: শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ২৫ মিনিট বন্ধ পরিষেবা

    রবিবার ছুটির দিনে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা।  এ বার শোভাবাজার মেট্রো স্টেশনে। যার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু-লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। রবিবার বিকেল নাগাদ শোভাবাজারে ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনার পর থেকেই ব্যাহত হয় মেট্রো পরিষেবায়। প্রায় ২৫ মিনিট পরিষেবা বন্ধ থাকে দমদম এবং সেন্ট্রাল স্টেশনের মাঝে।



  • Dec 22, 2024 15:24 IST

    West Bengal News Live Updates: সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য , তদন্তে পুলিশ

    একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভ্রুণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়। কিন্তু তাতেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষেরা। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপ বসান গ্রামের দাসপাড়া এলাকায় একটি পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে বাঁশ দিয়ে উপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশুর দেহ। এরপরে এলাকায় চাঞ্চলের ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। কিন্তু এত গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলো এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা। 

    আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সঠিক তদন্ত হয়, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির ভূমিক কর্মাধ্যক্ষ প্রদ্যুত মাঝি।



  • Dec 22, 2024 13:38 IST

    West Bengal News Live Updates: ক্যানিং থেকে জম্মু কাশ্মীর পুলিশের হাতে ধৃত ভয়ঙ্কর জঙ্গি

    জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার  অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার এক। জম্মু কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হল এক জঙ্গি। ধৃতের নাম জাভেদ মুন্সি। ধৃত তেহরিক-ই মুজাহিদিনের সদস্য বলে অভিযোগ। ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত  জাভেদ মুন্সি শ্রীনগরের বাসিন্দা । তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে অভিযানে নামে কলকাতা পুলিশের এসটিএফ। আজই তাকে আলিপুর আদালতে পেশ করা হবে।  



  • Dec 22, 2024 13:07 IST

    West Bengal News Live Updates: শ্রী শ্রী মা সারদার ১৭২ তম জন্মতিথি উপলক্ষ্যে সেজে উঠেছে বেলুড়মঠ

    শ্রী শ্রী মা সারদার ১৭২ তম জন্মতিথি উপলক্ষ্যে সেজে উঠেছে বেলুড়মঠ থেকে শুরু করে জয়রামবাটি। প্রতি বছরের মতো এবছরেই সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রী শ্রী মা সারদার ১৭২ তম জন্মতিথি। রীতি মেনে এদিন ভোর ৪টে ৪৫ মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে বেলুড়মঠে অনুষ্ঠানের সূচনা হয়। সারাদিন চলবে নানান অনুষ্ঠান। সন্ধ্যারতি ও ভজনের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান। সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি উপলক্ষ্যে প্রচুর মানুষ আজ বেলুড় মঠে ভিড় করেছেন। বেলুড় মঠের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠেও সকাল থেকে চলছে পুজাপাঠ। চলেছে মায়ের ভক্তিগীতি। 



  • Dec 22, 2024 12:29 IST

    West Bengal News Live Updates: আবাসের ঘর পেতে টাকার দাবি, শুভেন্দুর পোস্ট ঘিরে হুলস্থূল

    মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি - ২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯নং বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নিলিমা দাসের একটি ভিডিও শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তাকে গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইতে দেখা গিয়েছে। এই ভিডিও পোস্ট করে শুভেন্দু লিখেছেন, 'আসুন তোলামূল প্রাইভেট লিমিটেড (TMC) কোম্পানির কাটমানি আদায়কারীর সঙ্গে পরিচয় করিয়ে দিই'। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। 

     



  • Dec 22, 2024 12:20 IST

    West Bengal News Live Updates: জলজীবন মিশন বাস্তবায়নে বিলম্ব, মমতাকে নিশানা

    জলজীবন মিশন বাস্তবায়নে বিলম্ব, মমতা সরকারকে নিশানা, এক্স হ্যান্ডলে সোচ্চার BJP নেতা অমিত মালব্য। 

    প্রতিটি গ্রামীণ পরিবারে কলের জল নিশ্চিত করার জন্য চালু করা জল জীবন মিশন প্রকল্পে বাংলার  অগ্রগতি হতাশাজনক।  এ নিয়ে এবার মমতা সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য। 

    এক্স হ্যান্ডেলে এক পোস্টে ডেটা তুলে ধরে বিজেপি নেতা লিখেছেন, যখন জলজীবন মিশন বাস্তবায়নের কাজ শুরু হয় তখন বাংলার মাত্র ২.১৪ লক্ষ গ্রামীন পরিবারে জলের সংযোগ ছিল। পাঁচ বছর পেরিয়ে গেলেও ৮১.২৬ লক্ষ পরিবার এখনও নিরাপদ পানীয় জল পাচ্ছেন না। পাশাপাশি তিনি দাবি করেন, সারা ভারতে যেখানে ৭৯.২২শতাংশ গ্রামীণ পরিবারের কলের জলের সংযোগ রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সেই সংখ্যাটা মাত্র ৫৩.৬৪ শতাংশ । 



  • Dec 22, 2024 11:49 IST

    West Bengal News Live Updates: 'বাংলাদেশে শ্মশানও হিন্দুদের জন্য নিরাপদ নয়’

    বাংলাদেশে শ্মশানও হিন্দুদের জন্য নিরাপদ নয়’, পুরোহিত খুনের ঘটনায় মন্তব্য ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাসের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ, ইউনূস সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ ইসকনের। শেখ হাসিনা  সরকারের পতনের পর থেকে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলছে 'নিরন্তর নির্যাতন'। এবার অশান্ত বাংলাদেশে খুন হিন্দু পুরোহিত।  ইসকন কলকাতার মুখপাত্র রাধারমন দাস এই সংক্রান্ত একটি ভিডিও 'এক্স'-এ পোস্ট করে লিখেছেন, 'বাংলাদেশের নাটোরের কাশিমপুর  শ্মশানকালীর মন্দিরে হামলার কথা শুনে আমি অবাক। মন্দিরে একাধিক মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে এবং মন্দিরের সেবায়ত তরুণ চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়। তার হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। হিন্দুরা এখন বাংলাদেশের শ্মশানেও নিরাপদ নয়'।



  • Dec 22, 2024 10:56 IST

    West Bengal News Live Updates: মমতাকে 'বয়কট', নবান্নের সঙ্গে দূরত্ব অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের

    কলকাতা বিমান বন্দরের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান। তাতে ডাকই পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে। যার জেরে অনুষ্ঠান বয়কট করেন বিমান বন্দরের কর্মীদের একাংশ। এয়ার পোর্ট অথরিটিস এমপ্লয়িজ ইউনিয়নের তরফে অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়। যদিও সেই অনুষ্ঠান মঞ্চেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা সাংসদ সৌগত রায়কে। কর্মীদের একাংশের অনুষ্ঠান বয়কটকে তিনি যে কোন ভাবেই সমর্থন জানান নি তা তার বক্তব্য থেকে স্পষ্ট। এবিষয়ে কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষের  কোন প্রতিক্রিয়া মেলেনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিনজারাপু। 



  • Dec 22, 2024 10:44 IST

    West Bengal News Live Updates: 'অনেক হয়েছে, এবার ব্যবস্থা নিক মোদী সরকার'

    বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ইসকন, সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন ইউনূসকে আর্জি গৌরাঙ্গ দাসের।  ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা উল্লেখযোগ্যহারে বেড়েছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে উপাসনালয় থেকে শুরু করে ঘরবাড়ি। এবার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় সরব হয়েছেন শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। 



  • Dec 22, 2024 10:29 IST

    West Bengal News Live Updates: ইউনূসকে শান্তি ফেরানোর আর্জি ইসকনের

    বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসকন।  বাংলাদেশ সরকারের কাছে সব ধর্মের মানুষকে স্বাধীন ভাবে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার  আবেদন জানানো হয়েছে ইসকনের তরফে । হিন্দুদের সমস্ত মন্দির, বিগ্রহ এবং ভক্তদের রক্ষার জোরালো বার্তা দেওয়া হয়েছে ইউনূস সরকারকে।



  • Dec 22, 2024 10:03 IST

    West Bengal News Live Updates: যুদ্ধবিমানে রাফালের সঙ্গে 'লুঙ্গির' তুলনা

    চারদিনে কলকাতা দখলের ডাকের পর ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি। এবার রাফাল বিমান নিয়ে হাস্যকর হুমকি ছুঁড়লেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবি-খান সোহেল। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে রাফাল যুদ্ধ বিমান নিয়ে দিল্লিকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়লেন বিএনপি নেতা। 



  • Dec 22, 2024 09:10 IST

    West Bengal News Live Updates: সাত সকালেই মা উড়ালপুলে দুর্ঘটনা, মৃত ২

    সাত সকালেই মা উড়াল পুলে দুর্ঘটনা। গার্ড ওয়ালে বাইকের ধাক্কা, মৃত ২। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। দুর্ঘটনার পর বাইক সমেত নীচে পড়ে যান ২ জনই। গুরুতর আহত অবস্থায় আহত ২ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে  নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।  



westbengal Bangladesh Crisis