একধাক্কায় এবার ৫০ হাজারে নেমে গেল দেশের দৈনিক সংক্রমণ। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু হার। গতকালের চেয়ে এদিন দেশে করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। তবে স্বস্তি দিয়ে এদিন বেশ খানিকটা কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা।
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন। একদিন দেশে করোনায় মৃত্যু ৮০৪ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৭ হাজার ৯৮১।
গত ২৪ ঘণ্টায় করোনার গ্রাস থেকে মুক্ত হয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৯৬২ জন। তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ১০ হাজার ৪৪৩। গতকালের চেয়ে এদিন কমেছে সংক্রমণের হারও। বর্তমানে দেশে করোনার সংক্রমণের হার কমে ৩.৪৮ শতাংশ। শুক্রবার পর্যন্ত দেশে ১৭২ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৬৮৮ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- করোনা কালে প্রায় সাড়ে চার হাজার প্রবাসী ভারতীয়’র মৃত্যু, তথ্য পেশ সরকারের
রাজ্যে-রাজ্যে কমছে সংক্রমণ, শিথিল হচ্ছে বিধি-নিষেধ। দিল্লি, মুম্বই-সহ দেশের বেশ কিছু বড় শহরের কোভিড-গ্রাফ নিম্নমুখী। ভাইরাসের বিরুদ্ধে লাগাতার লড়াইয়ে জারি টিকাকরণ কর্মসূচি। বড়দের পাশাপাশি ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ চলছে জোরকদমে।
দেশজুড়ে টিকাকরণে জোরদার গতিই করোনার ধাক্কা সামলাতে বড়সড় ভূমিকা নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সংক্রমণ কমলেও আরও বেশি কিছুদিন স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে বারবার সচেতন করছেন বিশেষজ্ঞরা।
Read story in English