Advertisment

দৈনিক সংক্রমণ কমলেও উদ্বেগ যাচ্ছে না, একলাফে অনেকটাই বাড়ল মৃতের সংখ্যা

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা পজিটিভিটি রেট কমে ১৩.৩৯ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona vaccination slows down further in Delhi

দিল্লিতে এক কিশোরকে করোনা টিকা দেওয়া হচ্ছে।

লাগাতার কমছে দেশের দৈনিক সংক্রমণ। গত কয়েকদিনের মতো এদিনও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। স্বস্তি দিয়ে আরও কমল দেশের দৈনিক সংক্রমণ হারও। তবে এদিন করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

Advertisment

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। তবে গতকালের চেয়ে মৃত্যু বেড়েছে অনেকটাই। গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৬২৭ জনের। আজ সেই পরিসংখ্যান বেড়ে ৮৭১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯ জন।

গতকালের চেয়ে এদিন আরও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ৪ হাজার ৩৩৩। কমেছে দৈনিক সংক্রমণের হারও। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা পজিটিভিটি রেট কমে ১৩.৩৯ শতাংশ। গতকাল পর্যন্ত দেশজুড়ে ১৬৫ কোটি ৪ লক্ষ ৮৭ হাজার ২৬০টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

এদিকে, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও এক পা ফেলেছে ভারত। ভারত বায়োটেকের টিকাকে নাক দিয়ে নেওয়ার বুস্টার ডোজ হিসেবে ট্রায়ালে ছাড়পত্র দিযেছে ডিসিজিআই। আগেই কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটির তরফে এব্যাপারে যাবতীয় তৎপরতা নেওয়া শুরু হয়েছিল।

আরও পড়ুন- নাক দিয়ে নেওয়া যাবে ভারত বায়োটেকের টিকা, ট্রায়ালে ছাড়পত্র ডিসিজিআইয়ের

শেষমেশ ভারত বায়োটেকের তৈরি টিকা নাক দিয়ে নেওয়ার উপযুক্ত কিনা তার ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, দেশের ৯টি জায়গায় এই ট্রায়াল চলবে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ন্যাজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে দেওয়া হলে ভাল ফল মিলতে পারে। সেক্ষেত্রে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি সুরক্ষা মেলার সম্ভাবনা রয়েছে।

Read story in English

coronavirus COVID-19 health Ministry
Advertisment