করোনার গণটিকাকরণ (Mass Vaccination) ইস্যুতে রেকর্ড গড়ল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০ লক্ষ টিকাদান সম্পন্ন করেছে দেশ। এদিন ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রক। আমরা ছয় দিনে এই রেকর্ড গড়েছি। ইউএস ১০ দিনে, স্পেন ১২ দিনে, ইজরায়েল ১৪ দিনে আর ইউকে ১৮ দিনে ১০ লক্ষ টিকাদান সম্পন্ন করেছে।
এদিন পরিসংখ্যান তুলে দাবি করেছেন মন্ত্রকের (Health Ministry সচিব রাজেশ ভূষণ। ২৮ জানুয়ারি পর্যন্ত প্রায় ২৫ লক্ষ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে। এদিন জানান তিনি। তাঁর দাবি, 'টিকাদান কর্মসূচি যত এগিয়েছে, কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত ১ লক্ষ ৭৫ হাজার।'
আরও পড়ুন অদূর ভবিষ্যতে আরও ‘মেড-ইন-ইন্ডিয়া’ টিকা, দাভোসে আশ্বাস প্রধানমন্ত্রীর
মন্ত্রক সূত্রে খবর, দেশের দুটি রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের ওপরে। কেরালায় ৭২ হাজার সক্রিয় আক্রান্ত আর মহারাষ্ট্রে ৪৪ হাজার সক্রিয় সংক্রমণ। দেশে এখন সক্রিয় সংক্রমণের হার প্রতি লক্ষে ৫.৫১%, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
মন্ত্রকের দাবি, 'রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা গণটিকাকরণে ভালো কাজ করেছে। এখনও পর্যন্ত ৩৫% স্বাস্থ্যকর্মীকে টিকা দিতে পেরেছে রাজ্যগুলো। তবে পিছিয়ে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়ের মতো রাজ্য। তাঁরা ২১%-এর নিচে টিকাকরণ করেছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন