Latest West Bengal News Live Updates: দিন কয়েক আগেই হাওড়ামুখী ডাউন কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরায় খুন হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। পেশায় তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি বেহালায়। সেই ঘটনার তদন্তে নেমে গুজরাত থেকে এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম রাহুল ওরফে ভোলু কর্মবীর জাঠ। পাঁচটি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু খুনই নয়, দেশের একাধিক রাজ্যে তার বিরুদ্ধে লুঠপাট, ডাকাতির আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। মোবাইল ফোনের সূত্র ধরে বছর তিরিশের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, সম্প্রতি কালীঘাটের বাড়িতে বৈঠকে এখনই তৃণমূলে দলবদল জল্পনায় জল ঢেলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিষয়টি ভাবনার স্তরেই রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্ষমতায় অনেকটাই যেন রাশ টানলেন তৃণমূল সুপ্রিমো। কারণ, দলে রদবদলের প্রস্তাব দুর্গাপুজোর আগেই দিয়েছিলেন অভিষেকই। এরই পাশাপাশি তৃণমূলে যে এখনও 'শেষ কথা' তিনিই, সেই বার্তাই যেন কালীঘাটের বাড়ির বৈঠকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনও মনে করছেন কেউ-কেউ। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও এখন বেশ চুপচাপ। বুধবার দুপুরে দলের সব সাংসদকে নিয়ে বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে। গোটা অধিবেশন পর্বে দলের সাংসদদের দুই কক্ষে কী ভূমিকা, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই সঙ্গে শৃঙ্খলাপরায়ণতার নির্দেশ।
অন্যদিকে, ওপার বাংলায় চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি দিকে-দিকে। বাংলাদেশ (Bangladesh) সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। ইসকনের (ISCKON) পুণ্ডরীক ধামের অধ্যক্ষের জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তারপরেই বাংলাদেশের চট্টগ্রামম-সহ দিকে দিকে চূড়ান্ত অশান্তি ছড়িয়ে পড়ে। ওপার বাংলার সেই বিক্ষোভের আঁচ ছড়িয়েছে এপারেও। গতকালই চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় মিছিল করেছে BJP। দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপরে চাপ তৈরি করা হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
-
Nov 27, 2024 18:21 ISTWest Bengal News Live: আতঙ্ক নিয়েই ঘরে ফিরছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা
ফের অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে অশান্তির আঁচ এপারেও। বাংলাদেশ থেকে আসা পর্যটকরা ফিরছেন আতঙ্ক নিয়েই। চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির পর হিন্দুদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ
-
Nov 27, 2024 17:16 ISTWest Bengal News Live: চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান বিজেপির
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান।
-
Nov 27, 2024 17:04 ISTWest Bengal News Live: মাত্র ২০ টাকার জন্য মাকে খুন করল ছেলে
মাত্র কুড়ি টাকার জন্য মাকে খুন! ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কেন্দুয়া গ্রামে। ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
-
Nov 27, 2024 14:37 ISTWest Bengal News Live:হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের
এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকাজ করল তৃণমূল। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে হুমায়ুনকে। তবে দল শোকজ করলেও এখনই দমছেন না দাপুটে এই তৃণমূল বিধায়ক। "যা জানানোর যথাসময়ে দলকে জানাব।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এমনই বলেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)।
বিস্তারিত পড়ুন- Humayun Kabir: অভিষেকের হয়ে লাগাতার ব্যাট ধরার 'মাশুল'! হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের
-
Nov 27, 2024 13:29 ISTWest Bengal News Live:বাংলাদেশকে সরকারকে চরম হুঁশিয়ারি
বাংলাদেশে সংখ্যালঘুদের আন্দোলনের প্রধান মুখ ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস। সম্প্রতি তাঁকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। তারই প্রতিবাদের আঁচে নতুন করে উত্তাল পড়শি দেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর-সহ বিস্তীর্ণ এলাকায় প্রতিবাদ-বিক্ষোভে সামিল সনাতনীরা। বাংলাদেশের বিক্ষোভের আঁচ পড়েছে এপার বাংলাতেও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির ব্যাপারে ভারত সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে কলকাতায় আজ বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, এরাজ্যে বাংলাদেশ সীমান্তে অবরোধেরও ডাক দিয়েছেন বিরোধী দলনেতা।
Persecution of Minority Sanatani Community in Bangladesh ✔️
— Suvendu Adhikari (@SuvenduWB) November 27, 2024
Attack on Hindu Temples ✔️
False cases against Hindu Leaders and vocal members of the Community✔️
Police atrocities and custodial violence on Hindus ✔️
Violent attacks by radical mobs in Hindu residential areas ✔️… pic.twitter.com/SW0XFQ1ogF -
Nov 27, 2024 13:13 ISTWest Bengal News Live:ডিসেম্বরে ১০ দিন ব্যাংক বন্ধ
ডিসেম্বর মাসে ১০ দিন ব্যাংক বন্ধ থাকবে। ডিসেম্বর মাসে ব্যাংকে কোনও কাজ থাকলে এই খবর আগে জেনে রাখুন। কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন। চলতি নভেম্বর মাসেও ১৩ দিন ব্যাংক বন্ধ ছিল। তবে ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সচল থাকায় গ্রাহকদের সুবিধা হয়েছে। তাই ডিসেম্বর মাসেও ১০ দিন ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবা মিলবে বলেই আশাবাদী গ্রাহকরা।
বিস্তারিত পড়ুন- December Bank Holidays: ডিসেম্বরে ১০ দিন ব্যাংক বন্ধ, দুর্ভোগ এড়াতে ছুটির তালিকা আগে জেনে নিন
-
Nov 27, 2024 11:08 ISTWest Bengal News Live:মেয়ের বিয়েতে মাকে গুলি
সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর ওপর গুলি চালালেন স্বামী। তাও আবার নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানের দিনে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ব্যান্ডেলের মানসপুর বস্তিতে। অভিযুক্ত কিষান মালিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কিষানের স্ত্রী কলা মালির গলা ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে। কলা মালিকে জখম অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গলায় থাকা মোটা ইমিটেশনের চেনের জন্যই কলার প্রাণ রক্ষা হয়েছে।
-
Nov 27, 2024 11:02 ISTWest Bengal News Live:বিরাট গ্রেফতারি!
ফের রাজ্যে চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতারি। প্রায় ১৯০০ কোটি টাকা প্রতারণার মামলায় এবার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী এবং অভিক বাগচীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল দুই ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তারপরেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু'জন সম্পর্কে বাবা-ছেলে।
-
Nov 27, 2024 10:46 ISTWest Bengal News Live:নিখোঁজ শিশুর দেহ উদ্ধার
নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালগোলায়। একদিন নিখোঁজ থাকার পর উদ্ধার মৃতদেহ। লালগোলার সাগিয়া জগন্নাথপুর এলাকার বাসিন্দা ১১ বছরের ওই শিশুপুত্র। বাড়ির কাছেই পুকুর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, শিশুটিকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।
-
Nov 27, 2024 10:42 ISTWest Bengal News Live:কল্যাণের খোঁজ নিলেন মোদী
এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) আঙুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার সংসদে কল্যাণকে দেখেই মোদী জিজ্ঞেস করেন, "উঙ্গলি ক্যাসা হ্যায়?"। কল্যাণ সে প্রশ্নের উত্তর দিয়েই পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরীর কেমন আছে তার খোঁজ নেন।
বিস্তারিত পড়ুন- Narendra Modi-Kalyan Banerjee: 'উঙ্গলি ক্যায়সা হ্যায়?', সংসদে কল্যাণকে দেখেই প্রশ্ন মোদীর
-
Nov 27, 2024 10:03 ISTWest Bengal News Live:বেদ সম্মেলন
আজ থেকে ডানলপের মহামিলন মঠ বৈদিক বিদ্যালয়ে শুরু তিনদিনের বেদ সম্মেলন। ভারতীয় শিক্ষাক্রমে বেদ-উপনিষদ ও তার ব্যাখ্যা নিয়ে বিশেষ আলোচনা চলবে তিনদিন ধরে। আজ তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
-
Nov 27, 2024 09:28 ISTWest Bengal News Live:বিধানসভায় অধিবেশন
রাজ্য বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। বুধবার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে দলের সব বিধায়ককে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিজেপির হয়ে 'সংবিধান দিবস' নিয়ে বলতে পারেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালেরা।
-
Nov 27, 2024 08:47 ISTWest Bengal News Live:এক ঝড়েই শীতের দফারফা?
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় 'ফেনজল' তৈরি হবে। সেই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে চলবে। ঘূর্ণিঝড়ের 'ফেনজল' নাম দিয়েছে সৌদি আরব। তবে কি শীতের পথে বাধা হতে পারে ঘূর্ণিঝড়? এখনও পর্যন্ত তেমন কোনও আশঙ্কা করছেন না আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে শুক্রবারের পর রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে।
বিস্তারিত পড়ুন- Cyclone Fengal Update: বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'ফেনজল', তছনছ হবে বাংলা? এক ঝড়েই শীতের দফারফা?
-
Nov 27, 2024 08:11 ISTWest Bengal News Live:সন্দেহভাজন বাংলাদেশী গ্রেফতার
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া পঞ্চায়েতের তালদা মোড় থেকে বাশার শেখ নামে সন্দেহভাজন এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরপর পুলিশ তার পিছু ধাওয়া করে ধরে ফেলে। কী কারণে বাংলাদেশ থেকে সে এদেশে এসেছে, তাকে জেরায় জানার চেষ্টা পুলিশের।