Advertisment

India Canada Conflict: প্রমাণ ছাড়া অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কানাডার বিরুদ্ধে কড়া পথে হাঁটল ভারত

India Canada Conflict: 'হিংসা মদত দিচ্ছেন অমিত শাহ'! মোদী সরকারের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ আনে কানাডা। এরপরই কানাডাকে কড়াভাবে তিরস্কার করেছে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
India Canada Conflict:

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ! এবার কড়া পথে হাঁটল ভারত।

India Canada Conflict: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ! এবার কড়া পথে হাঁটল ভারত। 'হিংসা মদত দিচ্ছেন অমিত শাহ'! মোদী সরকারের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ আনে কানাডা। এরপরই কানাডাকে কড়াভাবে তিরস্কার করেছে ভারত। পাশাপাশি কানাডিয়ান রাষ্ট্রদূতের কাছে সমন পাঠিয়ে জবাব চাওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশমন্ত্রকের তরফে হুঙ্কার ছুঁড়ে 'মারাত্মক পরিণতি' ভোগ করতে হবে বলেও কানাডাকে সতর্ক করেছে ভারত।

Advertisment

'এমন পরিস্থিতি আসবে যখন...', ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, বড় ভবিষ্যদ্বাণী রাজনাথের!

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের কথিত জড়িত থাকার অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযুক্ত করেছে ট্রুডো সরকার। অমিত শাহের বিরুদ্ধে কানাডায় হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে ট্রুডোর দেশ। এই অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণ দিতে পারেনি কানাডা। এদিকে কোনো প্রমাণ ছাড়াই কানাডার এই ধরণের অভিযোগকে কেন্দ্র করে গর্জে উঠেছে মোদী সরকার। এর আগে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিল কানাডা। সে সময় ভারত সরাসরি কানাডার অভিযোগ অস্বীকার করেছিল।

গড়ফায় রহস্যমৃত্যু তরুণীর! খুন না আত্মহত্যা, নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ

কানাডার বিদেশ প্রতিমন্ত্রী ডেভিড মরিসন অমিত শাহের বিরুদ্ধে দেশে হিংসা ছড়ানোর অভিযোগ আনেন। মরিসনের অভিযোগ, অমিত শাহ খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের নিশানা করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। কানাডার এই অভিযোগের কড়া জবাব দিয়েছে ভারত। পাশাপাশি এই ধরণের অভিযোগকে  'দুর্বল' এবং 'অবাস্তব' বলে অভিহিত করেছে। এর পাশাপাশি কানাডা হাইকমিশনের প্রতিনিধিকেও তলব করেছে ভারত সরকার।

শনিবার (২ নভেম্বর, ২০২৪) বিদেশ মন্ত্রকের মুখপাত্রের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারত সরকার কানাডিয়ান কূটনীতিককে তলব করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কানাডার বিদেশ প্রতিমন্ত্রীর বিবৃতিতে ভারত তীব্র আপত্তি জানিয়েছে। এর আগে শুক্রবার কানাডার কূটনীতিককে তলব করে বিদেশমন্ত্রক।

India-Canada
Advertisment