বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণ, পাল্লা দিয়ে কমেছে করোনায় মৃত্যুও। কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। সব মিলিয়ে শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানে সাময়িক স্বস্তি। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০২ জন। একদিনে দেশে করোনার বলি ২৬৭।
দেশজুড়ে জোরদার তৎপরতার সঙ্গে এগিয়ে চলা টিকাকরণ কর্মসূচির সুফল মিলছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া থ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার ৯২৫। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৮৬৮।
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৬৫ হাজার ৩৪৯। গত ২৪ ঘণ্টায় দেশে ১৭৫২টি করোনা অ্যাক্টিভ কেস কমেছে। এই মুহূর্তে দেশে মোট সংক্রমণের ০.৩৬ শতাংশ করোনা অ্যাক্টিভ কেস, যা ২০২০-এর মার্চের পর থেকে থেকে সর্বনিম্ন। এছাড়াও দেশে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। এই পরিসংখ্যানও গত বছরের মার্চের পর থেকে সর্বোচ্চ।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, একটানা ৪৩ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে রয়েছে। একটানা ৫০ দিন ধের দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নীচে রয়েছে। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৯ লক্ষ ৯ হাজার ৭০৮ জন করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৭৮৭ জন।
আরও পড়ুন- ঝাড়খণ্ডে ফের মাও নাশকতা, রেলট্র্যাক উড়িয়ে দিল মাওবাদীরা
এই মহূর্তে কেরলের সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে করোনার বলি ২০৪ জন। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে করোনায় ৭০ শতাংশ মৃত্যুই কোমর্বিডিটির কারণে হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দেশে ১১৫ কোটি ৭৯ লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫১ লক্ষের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন