"ভারত আমার বাবার দেশ, এখান থেকে কেউ আমায় তাড়াতে পারবে না"

ভারতীয় জনতা পার্টির এক সভায় যোগী আদিত্যনাথকে বলতে শোনা যায়, "বিজেপি ক্ষমতায় এলে ওয়েইসিকে হায়দরাবাদ ছেড়ে পালাতে হবে"।

ভারতীয় জনতা পার্টির এক সভায় যোগী আদিত্যনাথকে বলতে শোনা যায়, "বিজেপি ক্ষমতায় এলে ওয়েইসিকে হায়দরাবাদ ছেড়ে পালাতে হবে"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এআইএমআইএম প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েইসি

তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে ওয়েইসিকে পালাতে হবে, মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের মন্তব্যের প্রতিক্রিয়াস্বরূপ মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) সভাপতি ওয়েইসি বললেন, "এটা আমার বাবার জন্মভূমি, এখান থেকে কেউ আমায় তাড়িয়ে দিতে পারবে না"।

Advertisment

রবিবারের এক জনসভায় আসাদুদ্দিন বললেন, "আমার ধর্মীয় বিশ্বাস, জন্নত থেকে আদমকে যখন পৃথিবীতে পাঠানো হল, উনি প্রথম ভারতেই এসেছিলেন। তাই স্বাভাবিক ভাবেই, ভারত আমার বাবার দেশ। এখান থেকে আমায় কেউ তাড়াতেই পারবে না"।

আরও পড়ুন, রাম মন্দির তৈরির পথে প্রধান বাধা কংগ্রেস: যোগী আদিত্যনাথ

Advertisment

ওই একই দিনে, তন্দুরে ভারতীয় জনতা পার্টির এক সভায় যোগী আদিত্যনাথকে বলতে শোনা যায়, "বিজেপি ক্ষমতায় এলে ওয়েইসিকে হায়দরাবাদ ছেড়ে পালাতে হবে"।

আদিত্যনাথের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আসাদুদ্দিন বলেন, "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বোধহয় ইতিহাসের ব্যাপারে উদাসীন। নিজাম মীর ওসমান আলি তো হায়দরাবাদ ছেড়ে পালাননি। তাঁকে এখানকার রাজপ্রমুখ বানানো হয়েছিল"। সাংসদ আরও বলেন, তিনি হুমকিতে ভয় পান না। "মন্তব্য আদিত্যনাথের হলেও ভাষা কিমবা চিন্তা ভাবনা নরেন্দ্র মোদীর", জানিয়েছেন আসাদুদ্দিন। তিনি আরও বলেন, আদিত্যনাথ যে পদে আছেন, তার সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। "মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে বছরে ১৫০ টি শিশু এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে মারা যায়, ওঁর উচিত সে দিকে নজর দেওয়া"।

Read the full story in English