শেষ পর্যন্ত ভারত-চিনা সীমান্ত বিবাদ মিটছে। অন্তত এমনই ইঙ্গিতই মিলল ভারতীয় বিদেশমন্ত্রকের বক্তব্য়ে। এদিকে, আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে শাস্তির মুখে পড়েও ক্ষমা চাইতে নারাজ আইনজীবী প্রশান্ত ভূষণ। অন্য়দিকে, বিতর্কের আবহেই ফেসবুক কর্তৃপক্ষকে তলব করল শশী থারুরের নেতৃত্বাধীন তথ্য় প্রযুক্তির সংসদীয় স্ট্য়ান্ডিং কমিটি। শুরু হয়ে গেল অযোধ্য়ায় রাম মন্দিরের নির্মাণ কাজ। দেশের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক এক করে...
সংঘাতে ইতি, সম্পূর্ণ সেনা সরাতে রাজি ভারত-চিন
শেষ পর্যন্ত ভারত-চিনা সীমান্ত বিবাদ মিটছে। অন্তত এমনই ইঙ্গিতই মিলল ভারতীয় বিদেশমন্ত্রকের বক্তব্য়ে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্পূর্ণ সেনা সরানোর ব্য়াপারে দু'দেশই সম্মত হয়েছে বলে বৃহস্পতিবার জানাল ভারতীয় বিদেশমন্ত্রক।
*এ প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ''তাঁরা আবারও নিশ্চিত করে জানিয়েছেন যে বিদেশমন্ত্রীদের মধ্য়ে যে চুক্তি হয়েছে তা মেনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পশ্চিম সেক্টর বরাবর সম্পূর্ণ সেনা সরানোর কাজ করা হবে। বাকি সমস্য়াগুলিও দ্রুত সমাধান করার ব্য়াপারে সম্মত হয়েছে দু'দেশ''।
*উল্লেখ্য়, মে মাসের শুরু থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় ভারত-চিন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। সীমান্তে একেবারে চোখে চোখ রেখে অবস্থান করে দু’দেশের সেনা। গত ১৫ জুন দু’দেশের সেনার মধ্য়ে সংঘর্ষও বাধে। এরপর সীমান্ত সমস্য়া মেটাতে একাধিকবার বৈঠকে বসে দু’দেশ। তারপরই সেনা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্য়াংগং সো থেকে সেনা সরাতে চিন অনীহা প্রকাশ করায় সেনা সরানোর প্রক্রিয়া থমকে যায়। এরপরই সীমান্ত ইস্য়ুতে পুরোপুরি সমাধানের বিষয়ে ফের আলোচনার টেবিলে বসে দুই দেশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
বিতর্কের আবহেই ২ সেপ্টেম্বর ফেসবুককে তলব শশীর প্য়ানেলের
বিতর্কের আবহেই ফেসবুক কর্তৃপক্ষকে তলব করল শশী থারুরের নেতৃত্বাধীন তথ্য় প্রযুক্তির সংসদীয় স্ট্য়ান্ডিং কমিটি। আগামী ২ সেপ্টেম্বর ফেসবুক কর্তৃপক্ষকে তলব করা হয়েছে, সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
*প্রসঙ্গত, দ্য় ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে দাবি করা হয়েছে, বাণিজ্য়িক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘হেট স্পিচ রুলস’ লাগু করেননি। এ খবর সামনে আসার পরই সরগরম হয়ে ওঠে জাতীয় রাজনীতি।
* এদিকে, এ ইস্য়ুতে ফেসবুককে নোটিস পাঠানোয় তথ্য় প্রযুক্তির স্ট্য়ান্ডিং কমিটির চেয়ারম্য়ান পদ থেকে শশী থারুরকে সরানোর দাবিতে লোকসভার অধ্য়ক্ষকে চিঠি লিখেছেন ওই কমিটির সদস্য় তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
*শশী থারুরের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিসও আনেন নিশিকান্ত দুবে। (Read in English)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
আদালত অবমাননা মামলায় ক্ষমা চাইতে নারাজ প্রশান্ত ভূষণ
আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে শাস্তির মুখে পড়েও ক্ষমা চাইতে নারাজ আইনজীবী প্রশান্ত ভূষণ। ক্ষমা চাইলে তিনি নিজের কর্তব্য় থেকে বিচ্য়ুত হবেন বলে আদালতকে জানিয়েছেন প্রশান্ত। উল্লেখ্য়,টুইটারে করা 'বিবৃতি পুনর্বিবেচনা' করতে বৃহস্পতিবার আইনজীবী প্রশান্ত ভূষণকে ২ থেকে ৩ দিন সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বর্ষীয়ান আইনজীবীর ক্ষমা চাওয়ার বিষয়টিকে প্রত্যাখ্যান করেই এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানান হয়েছে।
*'আদালত অবমাননার দায়ে দোষী' আইনজীবী প্রশান্ত ভূষণের যে আবেদন তা বৃহস্পতিবার প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট। আবেদনে বলা হয়েছিল আইনজীবির বিরুদ্ধে অবমাননার মামলায় শাস্তির পরিমাপের (সাজা ঘোষনা) শুনানি বিভিন্ন বেঞ্চ দ্বারা করা হবে। এই আবেদনই এ দিন প্রত্যাখ্যান করে দেশের শীর্ষ আদালত। বেঞ্চের তরফে বলা হয়, "যদি ভুলের উপলব্ধি হয়, তবে আদালত এ বিষয়ে নমনীয় হবে।"
* প্রাথমিকভাবে আদালত অবমাননার দায়ে প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্তের যে সুপ্রিম রায় দেওয়া হয়েছিল সেটির বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করার জন্য ‘ইচ্ছুক’ ছিলেন আইনজীবী, আবেদনে এমনটাই জানান হয়। এমনকী তাঁর এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আদালতকে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন।
* প্রশান্ত ভূষণের করা টুইটকে 'সত্যকে বিকৃত করা', 'বিদ্বেষপরায়ণ আক্রমণ' এবং বিচারবিভাগের 'ভিত্তিকে নড়িয়ে দেওয়ার' অভিযোগে ১৮ অগাস্ট বর্ষীয়ান এই আইনজীবীকে দোষী সাব্যস্ত করে আদালত।
* বিচারপতি অরুণ মিশ্র, বি আর গাওয়াই এবং কৃষ্ণ মুরারীর বেঞ্চের তরফে প্রশান্ত ভূষণকে জানিয়ে দেওয়া হয় যে আবেদনের পর্যালোচনা করে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনও শাস্তির ব্যবস্থা করা হবে না। অন্যদিকে আদালতের অপর বেঞ্চে এই আবেদন জমা দেওয়া নিয়ে আদালতের তরফে বলা হয়, "আপনি আমাদেরকে একটি অন্যায় কাজ করতে বলছেন। যেখানে শাস্তি দেওয়ার বিষয়ে অন্য একটি বেঞ্চের দ্বারা শুনানি করতে বলছেন।"
* প্রসঙ্গত, প্রশান্ত ভূষণ তাঁর আবেদনে জানান যে সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি রায় পুনর্বিবেচনা করে পিটিশন দায়ের করতে চান।
* জুন মাসের ২৯ তারিখ প্রশান্ত ভূষণের নামে অভিযোগ নথিভুক্ত করা হয়। সেখানে বলা হয়েছিল প্রশান্ত ভূষণ একটি ছবি টুইট করেন। যেখানে দেখা যায় দেশের প্রধান প্রধানপতি এস এ বোবদে হার্লে ডেভিডসন বাইকে সওয়ার হয়েছেন। Read the full story in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
আইটি প্য়ানেলের চেয়ারম্য়ান পদে শশীকে সরাতে স্পিকারকে চিঠি দুবের
ফেসবুক বিতর্ক ঘিরে কংগ্রেস বনাম বিজেপি চাপানউতোর তুঙ্গে। তথ্য় প্রযুক্তির স্ট্য়ান্ডিং কমিটির চেয়ারম্য়ান পদ থেকে শশী থারুরকে সরানোর দাবিতে লোকসভার অধ্য়ক্ষকে চিঠি লিখলেন ওই কমিটির সদস্য় তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
* এর আগে, ফেসবুকের প্রতিনিধিকে তলবের পর শশী থারুরের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনেন নিশিকান্ত দুবে। উল্লেখ্য়, দ্য় ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন নিয়ে ব্য়াখ্য়া চেয়ে ফেসবুকের প্রতিনিধিকে তলব করেন থারুর।
*নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, কোনও নিয়মকানুন না মেনেই সংসদীয় কাঠামোর রীতিনীতির সীমা ছাড়িয়ে নোটিস পাঠিয়েছেন শশী থারুর। এ ব্য়াপারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে নোটিস দেন দুবে।
প্রসঙ্গত, দ্য় ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে দাবি করা হয়েছে, বাণিজ্য়িক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘হেট স্পিচ রুলস’ লাগু করেননি। আমেরিকার ওই সংবাদসংস্থার প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে ব্য়বস্থা নিতে কর্মীদের বারণ করেছেন। কারণ, ব্য়বস্থা নিলে এ দেশে ব্য়বসায় ধাক্কা খেতে পারে সংস্থা।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
রাম মন্দির নির্মাণ শুরু, তামা দান করতে আহ্বান ট্রাস্টের
শুরু হয়ে গেল অযোধ্য়ায় রাম মন্দিরের নির্মাণ কাজ। গত ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন করা হয়। করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মধ্য়েই রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েকদিনের মধ্য়েই বহু প্রতীক্ষীত রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে বলে এদিন জানাল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র। মন্দির তৈরির কাজ শেষ হতে লাগবে প্রায় ৩৬-৪০ মাস।
*টুইটারে ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ”ভারতের প্রাচীন ঘরানা ও ঐতিহ্য় মেনে তৈরি করা হবে মন্দির। এমন ভাবে মন্দির তৈরি করা হবে, যাতে ভূমিকম্প, ঝড় বা অন্য় কোনও প্রাকৃতিক দুর্যোগে কোনও ক্ষতি না হয়”। মন্দির যেখানে হবে, সেখানকার মাটি পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়ররা।
*ট্রাস্টের তরফে এও জানানো হয়েছে, ”মন্দির নির্মাণের কাজে তামা ব্য়বহার করা হবে। ১৮ ইঞ্চি লম্বা, ৩০ মিমি চওড়া এমন তামার প্লেট লাগবে। গোটা নির্মাণের জন্য় ১০ হাজারের মতো প্লেট লাগবে”। (বিস্তারিত পড়ুন)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
উদ্বিগ্ন বাংলাদেশ, ‘বিএসএফ-ভারতীয়দের হাতে সীমান্তে হত্যা বাড়ছে’
ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে দু’দিনের বাংলাদশ সফরে ঢাকায় রয়েছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক সেরে বাংলাদেশের বিদেশমন্ত্রকের সঙ্গে বৈঠক করেন তিনি। আর সেখানেই ভারত-বাংলাদেশ সীমান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ঢাকা।
*বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের তরফে বুধবার যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে চলতি বছরের প্রথমার্ধে সীমান্তে বিএসএফ এবং ভারতীদের হাতে হত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মন্ত্রকের তরফে এও বলা হয়, “এটি ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীকে অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন সংযত থাকেন এই বিষয়ে। যদিও ভারত আশ্বস্ত করেছে যে বিএসএফ কর্তৃপক্ষও এই বিষয়টি নিয়ে সংবেদনশীল। এই গোটা বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফ-এর তরফেও ডেপুটি জেনারেল পর্যায়ে সমস্ত রকম আলোচনা হবে।”
*এছাড়াও, লকডাউনের ফলে ভারতের আটকে পড়া তাবলিঘিদের বাংলাদেশে দ্রুত ফিরিয়ে দিতে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে অনুরোধ করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী মাসুদ বিন মোমেন। পাশাপাশি, “আসামের ধুবরি জেলায় কারাগারে থাকা ২৫ জন বাংলাদেশী জেলেদের দ্রুত মুক্তি দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে”, এমনটাই জানান হয়েছে বিবৃতিতে। ভারতের তরফে আশ্বস্ত করে জানান হয়েছে যে এই বিষয়টি এখন বিবেচনাধীন। বাংলাদেশের নাগরিকরা যেন শীঘ্রই ফিরতে পারেন তার চেষ্টা করা হচ্ছে। (বিস্তারিত পড়ুন)
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে