National Today News Update: রবিবার ফের ভারতীয় সেনার শীর্ষ পদাধিকারি এবং সেনাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে, গালওয়ান সীমান্তে যেভাবে যুদ্ধাবহ তৈরি হয়েছে সেখানে ভৌগলিক অবস্থানের কথা বিচার করলে বাড়তি সুবিধা পাবে বায়ুসেনারাই। আজ প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী’ বলে এদিন টুইট করেন কংগ্রেস সাংসদ। অন্যদিকে, ইন্দো-চিন সীমান্ত উত্তেজনা নিয়ে মুখ খুললো ভারতের দুই প্রতিবেশী নেপাল ও আফগানিস্থান। আজ দেশের গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন এক এক করে...
লাদাখ সীমান্ত পর্যালোচনায় সেনাপ্রধানদের সঙ্গে ফের বৈঠকে রাজনাথ সিং
ভারত-চিন সীমান্তে ২০ জন জওয়ানদের শহিদ হওয়ার ঘটনার পর এখনও উত্তপ্ত গালওয়ান সীমান্ত। দু’দেশের বৈঠকে সামরিক সমঝোতা হলেও সমরাঙ্গন প্রস্তুত করে চলেছে দু’পক্ষই। সেই আবহেই রবিবার ফের ভারতীয় সেনার শীর্ষ পদাধিকারি এবং সেনাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
* সম্প্রতি রাশিয়াতে একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রীর।
* রাশিয়া সফরের আগে তাই সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাবাহিনী প্রধান এম এম নারাভানে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং এবং বায়ুসেনা প্রধান আর কে এস বাহাদুরিয়ার সঙ্গে বৈঠকে বসেন রাজনাথ সিং।
* দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার জয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মস্কোতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতেই রাশিয়া সফরে যাবেন প্রতিরক্ষামন্ত্রী, এমনটাই এদিন টুইট করে জানান হয় প্রসার ভারতীর তরফে।
‘খুব ভালোভাবে তৈরি আমরা, সঠিকভাবে হয়েছে সেনা মোতায়েন’, সীমান্ত সুবিধায় এগিয়ে বায়ুসেনা
লাদাখ সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে তুলতে সব প্রচেষ্টাই চালানো হচ্চে বায়ুসেনার তরফে। শনিবারই বায়ুসেনা প্রধান মার্শাল আর কে এস বাহাদুরিয়া বলেন, “খুব ভালোভাবে তৈরি আমরা, সেনা মোতায়েনের কাজও ভালোভাবে হয়েছে।
* বায়ুসেনার প্রাক্তন উপ মার্শাল কে কে নৌহর (অবসরপ্রাপ্ত) বলেন যে এই লাদাখ সীমান্তের পকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাদের জন্য বায়ুসেনাদের সরাসরি সহযোগিতার কথা আগে ভাবা হয়নি। তবে প্রাক্তন উপ মার্শালের মত, এটা সম্ভবপর হবে বর্তমানে।
* বিশেষজ্ঞরা জানিয়েছে গালওয়ান সীমান্তে যেভাবে যুদ্ধাবহ তৈরি হয়েছে সেখানে ভৌগলিক অবস্থানের কথা বিচার করলে বাড়তি সুবিধা পাবে বায়ুসেনারাই।
* সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুই এলাকার ঘাঁটিগুলিতে সেনা ও অস্ত্রশস্ত্র নিয়ে আসার কাজ শুরু হয়ে গিয়েছে।
* বায়ুসেনার প্রাক্তনদের মত চিন তাঁদের বায়ুসেনা শক্তি ব্যবহার করতে পারে এটা ভেবে আগাম পরিকল্পনা করাই ভাল। তাঁদের এটাও মত সংঘর্ষের পরিস্থিতিতে সেনা ও কামান-হেলিকপ্টার-যন্ত্রপাতি যুদ্ধক্ষেত্রের অভিমুখে রাখাই শ্রেয়।
* বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে সেসব এয়ারক্র্যাফট রয়েছে তা দিয়ে সেনা নামানো থেকে বন্ধুর স্থানে অবতরণ সবই করা যায়।
‘সারেন্ডার মোদী’, চিন ইস্যুতে প্রধানমন্ত্রীকে চরম কটাক্ষ রাহুলের
লাদাখ ইস্যুতে ফের প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী’ বলে এদিন টুইট করেন কংগ্রেস সাংসদ। টুইটে রাহুল লেখেন, ‘নরেন্দ্র মোদী প্রকৃত অর্থেই সারেন্ডার মোদী।’
* শুক্রবার লাদাখের গালওয়ানে চিনা আক্রমণ নিয়ে সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে দেশবাসীকে আস্বস্ত করে তিনি বলেছেন,‘ কেউ আমাদের সীমান্ত টপকে দেশে ঢুকতেও পারেনি। আমাদের কোনও সেনা পোস্ট দখল হয়ে যায়নি।’
* প্রধানমন্ত্রীর এই বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলে দাবি করে কংগ্রেস। শনিবারই সাংসদ রাহুল গান্ধী এনিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে আক্রমণ করেন। টুইটে তিনি লিখেছিলেন, ‘আমাদের সেনা জওয়ানরা কেন নিহত হলেন? তাঁরা কোথায় শহিদ হলেন?’
* কেন্দ্রের ব্যাখ্যা উড়িয়ে কংগ্রেস মনে করছে চিনের হাতে ভারতের অংশ তুলে দিচ্ছেন মোদি। কার্যত আত্মসমপ্রণ করছে নয়াদিল্লি। তার রেশ টেনেই এদিন জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার’ মোদী নামে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
ভারত-চিন সমস্যা আলোচনাতেই মিটবে, আশা নেপাল-আফগানিস্থানে
ইন্দো-চিন সীমান্ত উত্তেজনা নিয়ে মুখ খুললো ভারতের দুই প্রতিবেশী নেপাল ও আফগানিস্থান। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বিশ্ব-শান্তি রক্ষায় ভারত-চিন শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলবে বলে আত্মবিশ্বাসী এই দুই দেশ।
* নেপালের বিদেশমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘নেপাল আঞ্চলিক ও বিশ্ব শান্তির’ পক্ষে। আশা করব ভারত-চিন তাদের বৈপরত্য আলোচনার মাধ্যমে সমাধান করবে। প্রতিবেশী মনোভাবের ভিত্তিতেই নেপালের দুই বন্ধু প্রতিবেশী ভারত-চিন বিরোধ মেটাবে বলে আমরা আত্মবিশ্বাসী। আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য এই পদক্ষেপ খুবই জরুরি।’
* বিবৃতিতে আফগান বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত এক দেশের তরফে বলতে পারি ঐতিহাসিক, কৌশলগত দিক থেকে ভারত ও চিন আমাদের বন্ধু। এই দুই দেশের সংঘাতে উদ্বিগ্ন। আশা করব বিরোধ মিটবে। আঞ্চলিক ও বিশ্ব-শান্তির প্রেক্ষিতে এই বিরোধ কাম্য নয়।’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন