Advertisment

সংক্রমণ সামান্য কমলেও উদ্বেগ যাচ্ছে না, ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেস, বাড়ল মৃত্যু

লাগাতার ৩ হাজারের উপরেই রয়েছে দেশের দৈনিক সংক্রমণ। তবে গতকালের চেয়ে এদিন দেশের দৈনিক সংক্রমণ খানিকটা হলেও কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India recorded new 3,451 COVID19 cases 8 May 2022

সংক্রমণ সামান্য কমলেও উদ্বেগ যাচ্ছে না।

দৈনিক সংক্রমণ কমলেও ঊর্ধ্বমুখী করোনা সক্রিয় রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে এদিন আরও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। সব মিলিয়ে রবিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে না।

Advertisment

লাগাতার ৩ হাজারের উপরেই রয়েছে দেশের দৈনিক সংক্রমণ। তবে গতকালের চেয়ে এদিন দেশের দৈনিক সংক্রমণ খানিকটা হলেও কমেছে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। তবে গতকালের চেয়ে এদিন দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে।

একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের। তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২৪ হাজার ৬৪ জন। ৪ কোটি ২৫ লক্ষ ৫৭ হাজার ৪৯৫ জন ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই ভাইরাসের কবল থেকে নিস্তার পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।

আরও পড়ুন- এক মাসের ব্যবধানে মহারাষ্ট্রে সক্রিয় সংক্রমণ বেড়েছে ৫৪%

বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। তবে এদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেশ খানিকটা বেড়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ২০ হাজার ৬৩৫।

এই মুহূর্তে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রক। দিল্লিতে নতুন করে ১৪০৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে, মৃত্যু হয়েছে দু'জনের। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ৪.৭২ শতাংশ। অন্যদিকে, মহারাষ্ট্র এবং কর্ণাটকেও যথাক্রমে ২৫৩ এবং ১৭১ জনের নতুন করে করোনা সংক্রমিত হওয়ার খবর মিলেছে।

Read full story in English

coronavirus health Ministry
Advertisment