scorecardresearch

ফের ঘুম কাড়তে কোমর বাঁধছে করোনা? গত ১৪০ দিনে দেশে সর্বোচ্চ সংক্রমণ

ফের একবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা।

India records 1,300 new Covid infections
করোনা নিয়ে নতুন করে আতঙ্ক বাড়ছে।

নতুন করে ঘুম কাড়তে কোমর বাঁধছে করোনা। গত ১৪০ দিনের মধ্যে বুধবারই দেশে সর্বোচ্চ করোনার সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। একদিনে দেশে নতুন করে ১৩০০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ফের একবার দেশে বাড়তে শুরু করে দিয়েছে করোনায় সংক্রমিতের সংখ্যা। নতুন করে হাজারেরও বেশি সংক্রমিতকে ধরে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।

বুধবার নতুন করে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১৩০০ জন। যে পরিসংখ্যান রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রককে। পরিসংখ্যান বলছে, দেশে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪,৪৬,৯৯,৪১৮। বুধবার করোনায় কাবু হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮১৬। করোনায় মৃত্যু হার ১.১৯ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের আপডেট অনুযায়ী, দেশে করোনার দৈনিক পজিটিভিটি রেট ১.৪৬ শতাংশ। সপ্তাহের হিসেব ধরলে এই রেট হবে ১.০৮ শতাংশ। ৪ কোটি ৪১ লক্ষ ৬০ হাজার ৯৯ জন এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন। দেশে সার্বিকভাবে করোনামুক্তির হার ৯৮.৭৯ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারত এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিনের মোট ২২০.৬৫ কোটি ডোজ দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৮৯,০৭৮টি করোনা পরীক্ষা হয়েছে। দেশে এখনও অবধি ৯২ কোটি ৬ লক্ষ কোভিড টেস্ট করা হয়েছে।

আরও পড়ুন- কুণালের টুইটের পরেই পার্থর নিশানায় সুজন-শুভেন্দু-দিলীপ, ‘কেস গটআপ’? প্রশ্ন বিরোধীদের

এদিকে, ফের একবার করোনা মাথাচাড়া দেওয়ায় উদ্বেগ ধরা পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও। স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের করোনার নতুন রূপগুলি ট্র্যাক করতে এবং ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতা এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের ব্যাপারে কার্যকরী পর্যবেক্ষণ রাখতে কোভিড-১৯ ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। এরই পাশাপাশি দেশবাসীকেও শ্বাসযন্ত্রের স্বাস্থ্যবিধি এবং কোভিড-১৯ প্রোটোকল অনুসরণ করার আহ্বানও জানিয়েছেন।

ফের একবার করোনা নিয়ে উদ্বেগ মহারাষ্ট্রে। বুধবার মহারাষ্ট্রে নতুন করে ৩৩৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মঙ্গলবারের তুলনায় বুধবার আরও ৫৪ জন নতুন করোনা সংক্রমিতের হদিশ মিলেছে মারাঠাভূমে। বাণিজ্যনগরী মুম্বাইয়ে বুধবার ১২৯০ জনের করেনা টেস্ট হয়েছিল। যার মধ্যে ৭১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India records 1300 new covid infections