Advertisment

স্বস্তি দিয়ে কমল দৈনিক সংক্রমণ-অ্যাক্টিভ কেস, নিম্নমুখী সংক্রমণ হারও

বাংলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports fresh Covid 19 cases 11 July 2022

কিছুতেই কাটছে না করোনা-উদ্বেগ।

স্বস্তি দিয়ে দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ এবং সক্রিয় রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৪৮৩ জন। গতকাল যা ছিল ২,৫৪১। অনেকটাই কমেছে সংক্রমণের হার।

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, সক্রিয় রোগীর সংখ্যা গতকালের থেকে অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১৫ হাজার ৬৩৬। গতকাল যা ছিল ১৬ হাজার ৫২২। সংক্রমণের হার কমে হয়েছে ০.৫৫ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ১,৩৯৯ জানিয়েছে কেন্দ্রীয় বুলেটিন। জানা গিয়েছে, এর মধ্যে ১,৩৭৭টি অসম থেকে রিপোর্ট হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, গত ২৪ ঘণ্টায় দেশে কোনও মৃত্যু হয়নি। কেরলে ৪৭টি এবং অসমে ১,৩৪৭টি মৃত্যু আগের পরিসংখ্যান যোগ হয়েছে।

আরও পড়ুন সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ, ক্রমেই বাড়ছে বুস্টার ডোজ নেওয়ার প্রবণতা

উল্লেখ্য, বাংলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২৫ জন। গত রবিবার হঠাৎ করে বেড়ে যায় দৈনিক সংক্রমণ। আক্রান্ত হন ৪১ জন। তবে গতকাল সংখ্যাটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে কোনও মৃত্যু হয়নি রাজ্যে।

coronavirus Coronavirus Pandemic national news
Advertisment