Advertisment

দেশে ফের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি, তবে কমল অ্যাক্টিভ কেস

গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই নতুন করে করোনায় কাবু ১৭ হাজারের বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,603 new cases 4 December 2021

দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী

করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্কের মাঝে দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ জারি। আবারও একদিনে নতুন করে করোনায় কাবু ৩০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা কামড়ে মৃত্যু ৪৩১ জনের। কেন্দ্রের চিন্তায কেরল। শুধুমাত্র দক্ষিণের এই রাজ্যেই একদিনে ফের করোনা আক্রান্ত ১৭ হাজার ৬৮১।

Advertisment

করোনার থার্ড ওয়েভ নিয়ে আতঙ্ক দেশজুড়ে। টিকাকরণে গতি এনে করোনায় লাগাম পরানোর চেষ্টা জারি। তবে এই আবহেই সংক্রমণ পরিস্থিতি মোটেই স্বস্তি দিচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩০ হাজার ৫৭০ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৪৩১ জনের।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫। তবে ইতিমধ্যেই ৩ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৪৭৪ জন করোনামুক্ত হয়েছেন। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন। এই পরিসংখ্যান আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮।

সংক্রমণে লাগাম পরাতে দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ অভিযান। ইতিমধ্যেই দেশের ৭৬ কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ১৩৭ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৬৪ লক্ষ ৫১ হাজার ৪২৩ জন করোনা টিকা পেয়েছেন। এদিকে, দেশে শুরু উৎসবের মরশুম। মহারাষ্ট্রে গণেশ পুজো শেষ হয়েছে।

আরও পড়ুন- পথ চলা শুরু সংসদ টিভির, শো সঞ্চালনায় থারুর, প্রিয়াঙ্কা

করোনা বিধ্বস্ত মারাঠাভূমে এবারও কোভিড প্রোটোকল মেনেই পুজোর গণপতি বাপ্পার আরাধনা হয়। পুজোকে কেন্দ্র করে সব রকম জমায়েতই ছিল নিষিদ্ধ। রাজ্যে-রাজ্যে নানা উৎসবে এবারও সংস্লিষ্ট প্রশাসনকে কোভিড প্রোটোকল মানার ব্যাপারে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। উৎসবকে কেন্দ্র করে যে কোনও ধরনের জমায়েতে অনুমতি যাতে দেওয়া না হয় সেব্যাপারে ইতিমধ্যেই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus India Corona health Ministry
Advertisment