Advertisment

ঊর্ধ্বমুখী দেশের কোভিড-গ্রাফ, উৎসবের মরশুম শুরুর মুখে বাড়ছে উদ্বেগ

মোদীর জন্মদিনে টিকাকরণে রেকর্ড গড়েছে ভারত। একদিনে দেশে আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 13,154 new COVID19 cases 30 December 2021

গতকালের চেয়ে এদিন করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪ হাজার।

একটানা বেশ কয়েকদিন ধরেই দেশে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি। শনিবার ৩৫ হাজার ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ। দেশে উৎসবর মরশুম শুরুর মুখে সংক্রমণের এই পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে করোনার টিকাকরণে রেকর্ড গড়ে ফেলেছে ভারত। শুক্রবার গোটা দেশে আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে টিকাকরণ অভিযানে কার্যত ঝড় উঠেছিল মোদীর জন্মদিনে। কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাত। প্রতিটি রাজ্যেই শুক্রবার ২০ লক্ষেরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

Advertisment

টানা কয়েকদিন ধরেই দেশের দৈনিক সংক্রমণ ৩০ হাজারের উপরে রয়েছে। শনিবার ৩৫ হাজার ছাড়িয়ে গেল সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে ৩৫ হাজার ৬৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে করোনামুক্ত হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন। এদিন কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ২২ জন করোনামুক্ত হয়েছেন।

আরও পড়ুন- বল ভেবে হাতে তুলতেই বিস্ফোরণ, নন্দীগ্রামে বোমা ফেটে মৃত্যু শিশুর

সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। দেশজুড়ে সংক্রমণের তৃতীয় ধাক্কা নিয়ে আশঙ্কার পারদ চড়ছে। এই আবহে অত্যন্ত সাবধানী প্রতিটি রাজ্য। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, সেরাজ্যে চারধাম যাত্রায় যেতে গেলে করোনার দুটি টিকার ডোজ নেওয়া বাধ্যতামূলক। চার ধাম যাত্রায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে ভক্তদের করোনা নেগেটিভ পরীক্ষার শংসাপত্র সঙ্গে রাখতে হবে। চার ধাম যাত্রায় ই-পাসেরও বন্দোবস্ত করেছে উত্তরাখণ্ড সরকার। ই-পাস ছাড়া এবছর উত্তরাখণ্ডে চার ধাম যাত্রায় যেতে পারবেন না ভক্তরা।

উৎসবের মরশুম শুরুর মুখেই দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র ও কেরলের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

coronavirus health Ministry COVID-19
Advertisment