Advertisment

আরও কমল অ্যাক্টিভ কেস, করোনামুক্তির হার বেড়ে ৯৮.৬৮ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার গ্রাস থেকে মুক্ত হয়েছেন ৯ হাজার ৬২০ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
vaccination

টিকাকরণ জীবন বাঁচাতে পারে

করোনামুক্তির পথে দেশ। গত কয়েকদিনের ট্রেন্ড বজায় রেখেই নিম্নমুখী দেশের কোভিড-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি পাল্লা দিয়ে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। রাজ্যে-রাজ্যে জোরদার গতিতে চলা টিকাকরণকে হাতিয়ার করেই সুস্থ হচ্ছে ভারত। তথ্য বলছে, গত ২৯ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ ১ লক্ষের নীচে রয়েছে।

Advertisment

সপ্তাহের প্রথম দিনেই বড়সড় করোনা স্বস্তি। এদিন সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৬৬ জনের। সব মিলিয়ে দেশে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু বেড়ে ৫ লক্ষ ১৫ হাজার ১০২।

আরও পড়ুন- ইউক্রেনে আটকে বহু পড়ুয়া, অনলাইনে গুগল ফর্ম ফিলাপ করতে বলল ভারতীয় দূতাবাস

এরই পাশাপাশি সোমবার আরও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী দেশে করোনা অ্যাক্টিভ কেস বর্তমানে ৫৪ হাজার ১১৮। গত ২৪ ঘণ্টায় করেনাার গ্রাস থেকে মুক্ত হয়েছেন ৯ হাজার ৬২০ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।

রাজ্যে-রাজ্যে সংক্রমণ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিধি-নিষেধ উঠে স্বাভাবিক ছন্দে ফেরার প্রয়াস জারি সর্বত্র। খুলে গিয়েছে স্কুল ,কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনের গণ্ডি ছেড়ে দীর্ঘ সময় পর স্কুলে গিয়ে পড়াশোনা করছে পডুয়ারা। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে-রাজ্যে জোরদার গতিতে চলা টিকাকরণের সুফল মিলছে। করোনার আঁধার পেরিয়ে সুস্থ হচ্ছে দেশ।

Read story in English

coronavirus COVID-19 health Ministry
Advertisment