Advertisment

দিল্লি হিংসায় ওআইসি-র বিবৃতি দায়িত্বজ্ঞানহীন: ভারত

‘‘দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। সংগঠনগুলোর কাছে আর্জি জানাচ্ছি, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকুন’’।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi violence, দিল্লিতে হিংসা, দিল্লি হিংসা, উত্তরপূর্ব দিল্লিতে হিংসা, northeast delhi communal clashes, delhi riots, ওআইসি, oic delhi violence statement, ministry of external affairs, বিদেশমন্ত্রক

নিরাপত্তাবাহিনীর টহল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লি হিংসার ঘটনায় অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের(ওআইসি) বিবৃতি নিয়ে মুখ খুলল ভারত। ওআইসি-র বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সোচ্চার হয়েছে ভারতের বিদেশমন্ত্রক। উল্লেখ্য, দিল্লিতে হিংসার ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছিল ওআইসি।

Advertisment

এ প্রসঙ্গে বৃহস্পতিবার ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘‘ভারতে মুসলিমদের উপর হিংসার যে অভিযোগ করেছে ওআইসি, তা দায়িত্বজ্ঞানহীন। তিনি আরও বলেন, ‘‘দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। সংগঠনগুলোর কাছে আর্জি জানাচ্ছি, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকুন’’।

আরও পড়ুন: Delhi violence LIVE updates: দিল্লি হিংসায় মৃত্যুমিছিল অব্যাহত, নিহত বেড়ে ৩৭

উল্লেখ্য, দিল্লিতে হিংসার ঘটনায় মৃত বেড়ে হল ৩৭, জখমের সংখ্যা ছাড়িয়েছে দুশোরও বেশি। জখমদের নিখরচায় চিকিৎসার বন্দোবস্ত করার ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে, বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার মামলায় কেন্দ্র সরকারকে ৪ সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে এদিন বাড়তি সময় চায় কেন্দ্র। আদালতে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এফআইআর দায়েরের সময় নয় এখন। যথা সময়ে এফআইআর দায়ের করা হবে। এজন্য আদালতে বাড়তি সময়ের আর্জি জানান সলিসিটর জেনারেল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment