India On Balochistan Train Hijack: পাকিস্তানের মিথ্যা অভিযোগের কড়া জবাব ভারতের! ট্রেন ছিনতাইয়ে ব্যর্থতা গোপন করছে প্রতিবেশী দেশ?
বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে গোটা বিশ্ব জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কে? ভারত বলেছে, যে পাকিস্তানের উচিত আত্মসমালোচনা করা ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে অপপ্রচার বন্ধ করা।
পাকিস্তানের করা ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে কড়া জবাব দিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে সমগ্র বিশ্ব জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তান। অন্যের দিকে আঙুল তোলা এবং অভ্যন্তরীণ সমস্যার জন্য বহিরাগত শক্তিকে দোষারোপ করার পরিবর্তে পাকিস্তানের আত্মসমালোচনা করা উচিত, বার্তা ভারতের।
ট্রেন ছিনতাইয়ের ঘটনার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক ট্রেন ছিনতাইয়ের ঘটনার জন্য পাকিস্তান ভারতকে দোষারোপ করার চেষ্টা চালায়। ১১ মার্চ কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়া জাফর এক্সপ্রেসটি সশস্ত্র হামলাকারীদের আক্রমণের শিকার হয়। এই হামলায় ২১ জন যাত্রীসহ ৫৮ জন নিহত হন। পাকিস্তানের বিদেশ দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, হামলাকারীদের যারা নেতৃত্ব দিয়েছিল আফগানিস্তান থেকে হামলার ছক কষেছিল এবং তাদের ভারত সাহায্য করেছিল। পাকিস্তান এই ঘটনায় ভারতের পাশাপাশি আফগানিস্তানের জড়িত থাকার অভিযোগ করেছে।
আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে ইসলামাবাদের উচিত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এড়িয়ে তাদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোনিবেশ করা।