/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/bjp1.jpg)
২৬-এর নির্বাচনের বিরাট প্রস্তুতি, 'শাহী বঙ্গ' সফরের আগেই জেলায় জেলায় বিজেপির বড়সড় বদবদল
Latest West Bengal News Update: রাজ্য বিজেপিতে বদলের সূচনা। ২৬ এর বিধান সভা নির্বাচনের আগে জেলায় জেলায় বিজেপির সভাপতি বদল। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই বঙ্গে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির। জেলায় জেলায় সভাপতি বদলের মধ্যে দিয়েই দলের অন্দরে বড়সড় রদবদল করল রাজ্য বিজেপি। বেশ কয়েকটি জেলার সভাপতি বদল করা হয়েছে। জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে। এদিকে চলতি মার্চের শেষের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালের নির্বাচনের আগেই সংগঠনকে মজবুত করতে আসরে বঙ্গ বিজেপি। তার মাঝেই অমিত শাহের রাজ্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মত রাজনৈতিক মহলের একাংশের। আর তার আগে একাধিক জেলার জেলা সভাপতি রদবদল আসন্ন নির্বাচনকে সামনে রেখেই করা হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/03/14/o3HnsJW6fhqRMY9GIpZ1.jpg)
বেলঘরিয়া শুটআউট ঘটনার রেশ কাটতে না কাটতেই দোলের দিন দুপুরে খড়দায় খুন শাসক কাউন্সিলর ঘনিষ্ঠ। ঘটনার জেরে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, পুরোনো বিবাদের জেরে ডেকে নিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী অমর চৌধুরীকে। তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে আসা হলেও ওই যুবককে বাঁচানো সম্ভব হয়নি। জয়শ্রী কেমিক্যালসের সামনে খুনের ঘটনায় শাসক দলের কোন যোগ নেই বলেই মন্তব্য সংসদ সৌগত রায়ের। পাশাপাশি পুলিশের গোটা বিষয়টা ভাল করে তদন্ত করে দেখা উচিত বলেও মন্তব্য করেন বর্ষীয়ান সংসদ।
বিধানসভায় বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই রামনবমীতে এক কোটি হিন্দুকে মাঠে নামার আহ্বান। পাশাপাশি তিনি জানিয়ে দেন রাম নবমীতে এবার ২ হাজার মিছিল হবে। অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নেই বলেও নেই বলেও হুঙ্কার ছোঁড়েন বিরোধী দলনেতা। সেই সঙ্গে শুভেন্দুর বার্তা রামনবমী মিছিল থেকে হিন্দু বিরোধী শক্তিকে মুখের উপর জবাব দেওয়ার ।তৃণমূল উন্নয়নের রাজনীতি করে এর থেকে নজর ঘোরাতেই সস্তার রাজনীতি করছে শুভেন্দু,পালটা কুণাল।
মহারাষ্ট্রের জলগাঁওয়ে হোলির দিনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুম্বই-অমরাবতী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের ভুসাওয়াল ডিভিশনে বদওড়ার স্টেশনে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। ভোর ৪টে নাগাদ দিকে দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর শস্য বোঝাই ট্রাকটি রেলক্রসিং ভেঙে রেললাইনে আটকে যায়। ঠিক সেই সময় দ্রুত গতিতে ধেয়ে আসে মুম্বই-অমরাবতী এক্সপ্রেস। সরাসরি ট্রাকে এসে ধাক্কা মুম্বই-অমরাবতী এক্সপ্রেস ট্রেনের। দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্বস্তির বিষয় হল,ঘটনায় কোন যাত্রী আহত হননি। এখনও পর্যন্ত এই ঘটনায় কোন হতাহতের উল্লেখ নেই বলেই জানিয়েছে রেল। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
#WATCH | Maharashtra: A truck collided with Mumbai-Amravati Express at Bodwad Railway station between Bhusawal and Badnera sections of the Bhusawal division. The incident occurred when the truck crossed a closed railway crossing. There is no injury to the truck driver or any… pic.twitter.com/WLE1YCN6I4
— ANI (@ANI) March 14, 2025
ভারত বাংলাদেশে মৌলবাদ এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে বারে বারে উদ্বেগ প্রকাশ করেছে। যার কারণে মোহাম্মদ ইউনূস সরকার বেশ ক্ষুব্ধ। ভারতের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। নির্বাচন, আইনশৃঙ্খলা এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতের মন্তব্যর প্রতিক্রিয়ায় বাংলাদেশ এই বিষয়গুলিকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, "ভারতের এই ধরনের মন্তব্য অনুপযুক্ত এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।" এই মন্তব্যগুলি বিভ্রান্তিকর এবং বাস্তবতার মিথ্যা প্রতিফলন।
রঙের উৎসবে মাতোয়ারা শহর, মায়াপুর থেকে বেলুড় মঠ উপচে পড়া ভিড় ভক্তদের
ফের কলকাতায় করোনার নয়া ভ্যারিয়েন্টের হদিশ। দোলের ঠিক আগের দিন খাস কলকাতায় HKU -1-এর খোঁজ মিলেছে। আর এখবর সামনে আসতেই স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ। জানা গিয়েছে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন গড়িয়ার এক গৃহবধূ। দিন ১৫ ধরে প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। আপাতত তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও চিকিৎসকদের দাবি করোনার এই নয়া স্ট্রেন ততটা বিপ্পজনক না হলেও সাবধানতায় কোন ত্রুটি রাখা যাবে না।
'মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করা উচিত, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন', বাংলাদেশের প্রবীণ নেতার আল্টিমেটাম ঘিরে শুরু হয়েছে জোর তরজা। আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম বলেছেন, দেশের তরুণ প্রজন্ম ভুল করেছে। কিন্তু এটা তাদের দোষ নয়। বরং, তারা প্রতারিত হয়েছিল। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তিনি ভারত এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান।
দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও হোলির পবিত্র দিনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। হোলি উপলক্ষ্যে এক্স-এ এক পোস্টে মোদী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন,এই পবিত্র উৎসব মানুষের জীবনে ঐক্যের রঙকে আরও গভীর করে তুলবে। রাষ্ট্রপতি মুর্মুও সকলকে হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন, হোলি কেবল ভ্রাতৃত্ববোধকে বাড়ায় তাই নয় বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল্যবোধও প্রতিষ্ঠা করে।
'আদায় কাঁচকলায়' সম্পর্ক সরিয়ে ফুরফুরে মেজাজে ফ্রেমবন্দী সুজিত-সব্যসাচী, মাতলেন হোলির আনন্দে
হোলির দিন ভোরে ভূমিকম্প, লাদাখ থেকে জম্মু ও কাশ্মীর, কেঁপে উঠল পৃথিবী। আজ সকালে ভারতের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। লাদাখ ও জম্মু ও কাশ্মীরে ভোর ২.৫০ মিনিটে এবং অরুণাচল প্রদেশে সকাল ৬ টায় ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৫ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের মাত্র তিন ঘন্টা পরে, উত্তর-পূর্ব ভারতেও কম্পন অনুভূত হয়। যার জেরে মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
-
Mar 14, 2025 15:22 IST
West Bengal News Live: নদীয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ছিন্নভিন্ন দেহ, মৃত ৭
দোলের সকালে নদীয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। টোটো - চার চাকা মুখোমুখি সংঘর্ষে তিন শিশু সহ মৃত্যু হয়েছে সাত জনের। আহত একাধিক। তাঁদের সকলকে চাপড়া হাসপাতাল ও শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে টোটোয় চেপে ঈদের বাজার করে বাড়ি ফেরার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
-
Mar 14, 2025 15:16 IST
West Bengal News Live: নন্দীগ্রাম দিবসে শহিদ তর্পণ শুভেন্দুর
নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনারে ১৪ই মার্চ ২০০৭ এর নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
-
Mar 14, 2025 14:03 IST
West Bengal News Live: হোলির দিনে বিরাট দুর্ঘটনা, ঝলসে মৃত্যু তিন, আটকে আরও ৩০
গুজরাটের রাজকোটে হোলির দিনে বিরাট দুর্ঘটনা। বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা । দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন, এবং ত্রিশজনেরও বেশি লোক আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে বহুতলের ষষ্ঠ এবং সপ্তম তলায় হঠাৎ আগুন লেগে যায়, যার পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। রাজকোটের এসিপি বিজে চৌধুরী ঘটনাস্থলে পৌঁছেছেন।
-
Mar 14, 2025 13:19 IST
West Bengal News Live: দোলের দিন কলকাতায় ধুন্ধুমার
দোলের দিন রবীন্দ্র সরোবরে দফায় দফায় উত্তেজনা। বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করে ধুন্ধুমার। দোলের দিন স্থানীয় ক্লাবের তৎপরতায় লেকের ভিতর বসন্ত উৎসব আয়োজন করায় প্রশ্ন তোলেন প্রাতঃ ভ্রমণকারীদের একাংশ। শুক্র শনিবার সকলের প্রবেশাধিকারে না থাকা সত্ত্বেও কীভাবে বসন্ত উৎসব, উঠেছে প্রশ্ন।
-
Mar 14, 2025 13:09 IST
West Bengal News Live: আগে জিতে দেখান তারপর মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলবেন, হুঙ্কার শওকতের
আগে ২৬-এর বিধানসভায় জিতে দেখান, তারপর মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলার কথা বলবেন, শুভেন্দু'কে নিশানা শওকত মোল্লার। আজ ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবস। ১৭ বছর আগে, পুলিশের গুলিতে এখানে ১৪ জনের মৃত্যু হয়। গোকুলনগরের অধিকারী পাড়ায় শহিদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। ভাঙাবেড়া ব্রিজের কাছে পৃথক কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর শহীদ তর্পনের পর বিজেপির কালো পতাকা খুলে দেয় তৃণমূলের একাংশ। গোটা এলাকা জল দিয়ে ধুয়ে তারপর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন তৃণমূলের
-
Mar 14, 2025 13:05 IST
West Bengal News Live: রামনবমীতে এক কোটি হিন্দুকে মাঠে নামার আহ্বান শুভেন্দুর
বিধানসভায় বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই রামনবমীতে এক কোটি হিন্দুকে মাঠে নামার আহ্বান। পাশাপাশি তিনি জানিয়ে দেন রাম নবমীতে এবার ২ হাজার মিছিল হবে। অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নেই বলেও নেই বলেও হুঙ্কার ছোঁড়েন বিরোধী দলনেতা। তৃণমূল উন্নয়নের রাজনীতি করে এর থেকে নজর ঘোরাতেই সস্তার রাজনীতি করছে শুভেন্দু,পালটা কুণাল।
-
Mar 14, 2025 12:14 IST
West Bengal News Live: বেলঘরিয়া শুটআউট কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
বেলঘরিয়া শুটআউট কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। বিকাশ সিংয়ের উপর হামলার ঘটনায় আসানসোল থেকে গ্রেফতার ইন্দল যাদব। ইন্দলকে ধরতে বেলঘরিয়া থানার বিশেষ টিম বিহারের উদ্দেশ্যে রওনা দেয়, জানা গিয়েছে পুলিশের তাড়া খেয়ে আসানসোলে পালিয়ে আসে ইন্দল। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ
-
Mar 14, 2025 09:28 IST
West Bengal News Live: ট্রাম্পকে বড় ধাক্কা! চরম বিপাকে মার্কিন প্রেসিডেন্ট
ট্রাম্পকে বড় ধাক্কা দিল মার্কিন আদালত! চরম বিপাকে মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প প্রশাসনকে বড় ধাক্কা দিয়েছে আমেরিকার একটি আদালত। ট্রাম্প হাজার হাজার সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছিলেন, যার উপর আদালত তার রায় ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গণ ছাঁটাইয়ের মুখোমুখি হাজার হাজার ফেডারেল কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে মার্কিন আদালত।
হোয়াইট হাউসে ক্ষমতায় আসার পর থেকে, ডোনাল্ড ট্রাম্প একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন সরকারের আকার এবং ব্যয় হ্রাস করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে হাজার হাজার ফেডারেল কর্মচারীকে বরখাস্ত করার নির্দেশও অন্তর্ভুক্ত। তবে, তাঁর এই সিদ্ধান্তকে কর্মচারীরা আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। আদালতও কর্মচারীদের স্বস্তি দিয়েছে এবং এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছে।
-
Mar 14, 2025 09:23 IST
West Bengal News Live: আরজি করে নির্যাতিতার মৃত্যুতে দায়ি মমতা, গর্জে উঠলেন শুভেন্দু
ধর্ম সংঘাতে উত্তাল রাজ্য বিধানসভা। অধিবেশন থেকে গতকাল ওয়াকআউট বিজেপির। শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে এবার হুঙ্কার ছুঁড়লেন সিদ্দিকুল্লা চৌধুরী। রাজ্যের মন্ত্রী তাঁর প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করলেন। সেইসঙ্গে বললেন 'এদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার'। শুভেন্দুর সংবিধান বিরোধী মন্তব্যের বিরুদ্ধে সরব হন তিনি। পাশাপাশি 'স্টেট ইনফরমেশন কমিটি'র বৈঠকে হাজির থাকবেন না শুভেন্দু। রাজ্যের আমন্ত্রণ ফেরালেন বিরোধী দলনেতা। অভয়াকাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ি করে বৈঠক বয়কট শুভেন্দুর। পাশাপাশি তিনি বলেন, মমতার সঙ্গে কোন বৈঠকে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন বিরোধী দলনেতা। -
Mar 14, 2025 09:06 IST
West Bengal News Live: পার্থ'র বিরুদ্ধে আসরে জামাই
'হেভিওয়েট' শ্বশুরের বিরুদ্ধে এবার রাজসাক্ষী হতে চলেছেন জামাই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী। -
Mar 14, 2025 08:11 IST
West Bengal News Live: মহাকুম্ভে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় সামনে চাঞ্চল্যকর তথ্য
নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভ চলাকালীন যে পদপিষ্টের ঘটনা ঘটে তাতে মৃত্যু হয় ১৮ জনের। এবার সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী জানালেন দুর্ঘটনার দিন থেকে কতগুলি সাধারণ শ্রেণীর টিকিট বিক্রি হয়েছিল? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি পদপিষ্টের ঘটনার দিন নয়াদিল্লি রেল স্টেশনে মোট ৪৯,০০০ সাধারণ শ্রেণীর টিকিট বিক্রি হয়েছিল।মহাকুম্ভের সময় নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যে পদপিষ্টের ঘটনা ঘটে, সে সম্পর্কে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদে তথ্য দেওয়া হয়েছে। বুধবার লোকসভায় রেলমন্ত্রক জানিয়েছেন ১৫ ফেব্রুয়ারি, নয়াদিল্লি রেল স্টেশনে দৈনিক গড়ের চেয়ে ১৩,০০০ বেশি সাধারণ টিকিট বিক্রি হয়েছিল। জানিয়ে রাখি যে, ওই দিনে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।
টিএমসি সাংসদ মালা রায়ের এক প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, '১৫ ফেব্রুয়ারি, নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৪৯,০০০ সাধারণ টিকিট ইস্যু করা হয়েছিল, যা গত ছয় মাসে বিক্রি হওয়া দৈনিক গড়ের টিকিটের চেয়ে ১৩,০০০ বেশি।' তবে, মন্ত্রী আরও জানান যে এই অতিরিক্ত চাহিদা মেটাতে, NSLS থেকে পাঁচটি কুম্ভ বিশেষ ট্রেন চালানো হয়েছিল, প্রতিটিতে ৩,০০০ যাত্রীর আসন ধারণক্ষমতা ছিল।
-
Mar 14, 2025 07:59 IST
West Bengal News Live: হোলির দিন ভোরে ভূমিকম্প
হোলির দিন ভোরে ভূমিকম্প, লাদাখ থেকে জম্মু ও কাশ্মীর, কেঁপে উঠল পৃথিবী। আজ সকালে ভারতের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। লাদাখ ও জম্মু ও কাশ্মীরে ভোর ২.৫০ মিনিটে এবং অরুণাচল প্রদেশে সকাল ৬ টায় ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৫ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের মাত্র তিন ঘন্টা পরে, উত্তর-পূর্ব ভারতেও কম্পন অনুভূত হয়। যার জেরে মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
-
Mar 14, 2025 07:58 IST
West Bengal News Live: ফের কলকাতায় করোনার নয়া ভ্যারিয়েন্টের হদিশ
ফের কলকাতায় করোনার নয়া ভ্যারিয়েন্টের হদিশ। দোলের ঠিক আগের দিন খাস কলকাতায় HKU -1-এর খোঁজ মিলেছে। আর এখবর সামনে আসতেই স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ। জানা গিয়েছে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন গড়িয়ার এক গৃহবধূ। দিন ১৫ ধরে প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। আপাতত তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও চিকিৎসকদের দাবি করোনার এই নয়া স্ট্রেন ততটা বিপ্পজনক না হলেও সাবধানতায় কোন ত্রুটি রাখা যাবে না।
-
Mar 14, 2025 07:58 IST
West Bengal News Live: দেশবাসীকে হোলির শুভেচ্ছা
দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও হোলির পবিত্র দিনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। হোলি উপলক্ষ্যে এক্স-এ এক পোস্টে মোদী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন,এই পবিত্র উৎসব মানুষের জীবনে ঐক্যের রঙকে আরও গভীর করে তুলবে। রাষ্ট্রপতি মুর্মুও সকলকে হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন, হোলি কেবল ভ্রাতৃত্ববোধকে বাড়ায় তাই নয় বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল্যবোধও প্রতিষ্ঠা করে।