করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্ক এখনও যায়নি। এখনও দেশের একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগে রেখেছে কেন্দ্রীয় সরকারকে। তবে সপ্তাহের শুরুতেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্যে মিলল করোনা-স্বস্তি। গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। পাল্লা দিয়ে কমেছে মৃত্যুও। বড়সড় স্বস্তি করোনা অ্যাক্টিভ কেসেও।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৯ জন। গতকালের চেয়ে যা বেশ খানিকটা কম। এরই পাশাপাশি একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ১২৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯২৬ জন। এদিন দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি আরও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৩৪ হাজার ৯৬ জন। গত ৫২৩ দিনের মধ্যে এই পরিসংখ্যান সর্বনিম্ন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৪ লক্ষ ৪৭ হাজার ৫৩৬। এখনও পর্যন্ত ৩ কোটি ৩৮ লক্ষ ৪৯ হাজার ৭৮৫ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৬৩ হাজার ৬৫৫।
সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে জোরদার তৎপরতার সঙ্গে এগোচ্ছে করোনার টিকাকরণ কর্মসূচি। টিকাকরণকে হাতিয়ার করেই করোনাযুদ্ধে জয়ের ব্যাপারে প্রত্যয়ী দেশ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ১১২ কোটি ৩৪ লক্ষ ৩০ হাজার ৪৭৮ জনের টিকাকরণ হয়েছে। একাধিক রাজ্যে বাড়ি-বাড়ি ঘুরেও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে।
আরও পড়ুন- সপ্তাহ শুরুতেই জ্বালানি ছ্যাঁকা? আরও মহার্ঘ্য পেট্রল-ডিজেল?
টিকাপ্রাপকদের প্রত্যেককেই যাতে টিকাকরণ কর্মসূচির আওতায় আনা যায় সেব্যাপারে জোরদার তৎপরতা নেওয়া হচ্ছে। চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি বিশেষ দল বিভিন্ন রাজ্যে প্রত্যন্ত এলাকায় ঘুরে টিকাকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে চলেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন