দিওয়ালির ঠিক মুখে দেশজুড়ে করোনা-স্বস্তি। দৈনিক সংক্রমণ মোটের উপর একই জায়গায় থাকলেও এদিনও ফের একবার বড়সড় স্বস্তি অ্যাক্টিভ কেসে। ২৪৮ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস দেশে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১২ হাজার ৫১৪। একদিনে দেশে করোনায় মৃত্যু ২৫১ জনের।
আসন্ন দিওয়ালি। তার আগে পরপর কয়েকদিনের করোনা পরিসংখ্যান স্বস্তিজনক। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৫৮ হাজার ৮১৭। ২৪৮ দিনের মধ্যে করোনা সক্রিয় রোগীর এই পরিসংখ্যান সর্বনিম্ন। এরই পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ৭১৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এই মুহূর্তে ৩ কোটি ৪২ লক্ষ ৮৫ হাজার ৮১৪। এর মধ্যে ৩ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৫৬০ জন ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৮ হজার ৪৩৭।
সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে জোরদার গতিতে এগোচ্ছে টিকাকরণ কর্মসূচি। রবিবার পর্যন্ত দেশে ১০৬ কোটি ৩১ লক্ষ ২৪ হাজার ২০৫ জনের টিকাকরণ হয়েছে। রাজ্যে-রাজ্যে চলছে করোনার টিকাকরণ কর্মসূচি। দেশের অন্যন্যা রাজ্যের করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে থাকলেও কেরল ও মহারাষ্ট্রে এখনও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। রবিবার মারাঠাভূমে নতুন করে ১ হাজার ১৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬ লক্ষ ১১ হাজার ৭৮। বর্তমানে সেরাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ১৬ হাজার ৬৫৮।
আরও পড়ুন- রাজ্যে টিকাকরণে ধীর গতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে
মহারাষ্ট্রে টিকাকরণে ধীর গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে এক্ষেত্রে টিকার জোগানের অপ্রতুলতাকেও খানিকাংশে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী ঠাকরে। আরও বেশি সংখ্যক মানুষকে টিকাকরণের আওতায় আনতে সচেতনতামূলক প্রচারে জোর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাজ্যে টিকাকরণে ধীর গতি নিয়ে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন