উৎসবের মরশুমে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ভাইরাস-হানায় দৈনিক মৃত্যুর সংখ্যা আজও পাঁচশোর বেশি। দৈনিক সংক্রমণ সামান্য কমলেও করোনায় মৃত্যু-হার নিয়ে চিন্তায় কেন্দ্র। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯০৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনার বলি আরও ৫৬১।
করোনা নিয়ে উদ্বেগ কাটছে না। বরং উৎসবের মরশুমে নতুন করে সংক্রমণ-গ্রাফ একধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো শেষ হতেই নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা নিয়ে ঘোর উদ্বেগে রাজ্য সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন করে মাস্টারপ্ল্যান তৈরি রাজ্যের। ফের কন্টেনমেন্ট জোন তৈরির ভাবনা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ফের সেফ হোম তৈরির তোড়জোড়। বাংলা ছাড়াও মহারাষ্ট্র, কেরলের করোনা পরিস্থিতি উদ্বেগে রেখেছে কেন্দ্রকে।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৭২ হাজার ৫৯৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৬০৫ জন করোনা মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৯ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৪ হাজার ২৬৯ জন। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জোরদার গতিতে টিকাকরণ কর্মসূচি চলছে দেশজুড়ে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট ১০২ কোটি ১০ লক্ষ ৪৩ হাজার ২৫৮ জন করোনার টিকা পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা পেয়েছেন ৭৭ লক্ষেরও বেশি মানুষ।
আরও পড়ুন- ৭ জেলায় ডিজেল সেঞ্চুরি পার, পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড
করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আশঙ্কা এখনও রয়ে গিয়েছে। এই আবহেই আসন্ন দীপাবলি। দেশজুড়ে পালিত হয় আলোর এই উৎসব। দীপাবলিকে কেন্দ্র করে বিন্দুমাত্র অসাবধানতা দেশের সংক্রমণ-গ্রাফ একধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গতবারের মতো এবারও বাড়ি বসেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন