Advertisment

একলাফে প্রায় ৩২ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ, ১৮৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস

শুধু কেরলেই একদিনে করোনায় কাবু সাড়ে ১৯,৬৭৫। সংক্রমণ মোকাবিলায় দিশেহারা দশা দক্ষিণের এই রাজ্যের।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi likely to record 10,000 cases today, third wave has set in, says Satyendar Jain

মাত্রাছাড়া সংক্রমণে কাঁপছে দিল্লি।

আবারও ৩০ হাজারের গণ্ডি ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ। করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আশঙ্কার আবহে প্রতিদিন ওঠানামা করছে সংক্রমণ-গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩২ হাজার। নয়া আক্রান্তের সিংহভাগই কেরলের বাসিন্দা। একদিনে দক্ষিণের এই রাজ্যে ফের সংক্রমিত ১৯ হাজার ৬৭৫।

Advertisment

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে একাধিক বিধি-নিষেধ জারি করেছে কেরল সরকার। সপ্তাহান্তে লকডাউন, নাইট কারফি জারি রয়েছে। গোটা রাজ্যে কোভিড প্রোটোকল মানার ব্যাপারে নিয়মিতভাবে চলছে প্রচারাভিযান। তা সত্ত্বেও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় নাজেহাল দশা কেরল সরকারের। করোনা উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও।

করোনা-উদ্বেগ জারি। ফের ৩০ হাজারের বেশি দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় কাবু ৩১ হাজার ৯২৩ জন, মৃত্যু ২৮২ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ১ হাজার ৬০৪। সক্রিয় করোনার রোগীর এই পরিসংখ্যান গত ১৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। সব মিলিয়ে এখও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন করোনামুক্ত হয়েছেন। বুধবার পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ জন।

আরও পড়ুন- ‘অবশেষে উচ্চ শিক্ষিত মানুষ বিজেপির রাজ্য সভাপতি’, ঘুরিয়ে দিলীপকে খোঁচা বাবুলের

এদিকে, দেশে করোনায় মৃতদের পরিবার-পিছু ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। শংসাপত্রে কোভিডে মৃত্যুর উল্লেখ থাকলে তবেই পরিবার পাবে সেই টাকা। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে ওই অনুদান দেওয়া হবে। অন্যদিকে, করোনার টিকা নিয়ে ভারতের উপর্যুপরি অসন্তোষের পর নড়েচড়ে বসেছে ব্রিটেন। অবশেষে কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ সরকার। তবে টিকার দুটি ডোজ নেওয়া ভারতীয়দের ব্রিটেনে গেলে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনেও থাকতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

coronavirus India Corona Union Health Ministry Corona in India
Advertisment