Advertisment

আজও তিন হাজারের উপরে দৈনিক সংক্রমণ, কেন্দ্রের চিন্তায় এই রাজ্য

১৭ মার্চের পর এই প্রথম মুম্বইয়ের ধারাভি বস্তিতে করোনা আক্রান্তের হদিশ মিলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal todays corona updates 13 july 2022

উৎসব আবহে ফিরছে চেনা আতঙ্ক

আজও তিন হাজারের উপরেই দেশের দৈনিক সংক্রমণ। সামান্য হলেও আজ ঊর্ধ্বমুখী দেশের কোভিড-গ্রাফ। গতকালের চেয়ে বেড়েছে মৃত্যুও। অস্বস্তি বাড়িয়ে আরও বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা।

Advertisment

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। গতকাল এই পরিসংখ্যান ছিল ৩ হাজার ২০৫ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের। গতকালের চেয়ে এদিন বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ দেশে করোনা অ্যাক্টিভ কেস বেড়ে ১৯ হাজার ৭১৯।

রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি এই মুহূর্তে বেশ উদ্বেগজনক। গতকালও দিল্লিতে নতুন করে ১৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে গতকাল করোনা পজিটিভিটি রেট ছিল ৭.৬৪ শতাংশ। দিল্লির পাশাপাশি মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির দিকেও নজর রয়েছে কেন্দ্রের। বুধবার মুম্বইয়ের ধারাভি বস্তিতে ফের এক করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ১৭ মার্চের পর এই প্রথম ধারাভিতে করোনা আক্রান্তের হদিশ মিলল বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাড়িতে গেলেন যোগী, সাক্ষাৎ মায়ের সঙ্গে

বিশ্বের একাধিক দেশে নতুন করে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে করোনা। চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা। চিনের রাজধানী বেজিঙে বুধবার স্কুল, রেস্তোরাঁ এবং ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। ২১ মিলিয়ন লোকসংখ্যা-বিশিষ্ট বেজিঙে প্রতিদিন করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বেজিঙে ছড়াচ্ছে ওমিক্রন। গত ২৪ ঘন্টায় বেজিঙে ৫৩ নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। শহরে মোট সংক্রমিতের সংখ্য পাঁচশো ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এক সপ্তাহের জন্য স্কুলগুলি ফের বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read story in English

coronavirus health Ministry
Advertisment